Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও পড়ুয়াদের, বিক্ষোভকারীদের আটক করল পুলিশ

সিএএ নিয়ে সংঘর্ষ এখন ও অব্যাহত। এরই মধ্যে মঙ্গলবার রাত সাড়ে তিনটে নাগাদ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ি ঘেরাও করে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও পড়ুয়া উভয় ছাত্রছাত্রীরা। জামিয়া কো…

Avatar

সিএএ নিয়ে সংঘর্ষ এখন ও অব্যাহত। এরই মধ্যে মঙ্গলবার রাত সাড়ে তিনটে নাগাদ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ি ঘেরাও করে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও পড়ুয়া উভয় ছাত্রছাত্রীরা। জামিয়া কো অডিনেশন কমিটি ও অ্যালুমনি অ্যাসোসিয়শন অফ জামিয়া মিলিয়া ইসলামিয়া এই বাড়ি ঘেরাও করার ডাক দিয়েছিল। সেই দল কেজরিওয়ালের বাড়ির সামনে এলে পুলিশ জলকামান ব্যবহার করে। এদের মধ্যে বেশ  কিছু বিক্ষোভকারীদের দিল্লি পুলিশ আটক ও করেছে।

বিক্ষোভকারীদের দাবি যে যারা দিল্লির সংঘর্ষে যুক্ত আছে তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে। দিল্লির শান্তি ফিরিয়ে আনার দায়িত্ব মুখ্যমন্ত্রীর। তাই তিনি সেখানে নিজে গিয়ে সবার সঙ্গে কথা বলে সংঘর্ষ বন্ধ করুন। এর সাথে তারা এটাও দাবি করে যে এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য সরকার কি ব্যবস্থা নিয়েছে তা সবাইকে জানানো হোক। জামিয়া কমিটির পক্ষ থেকে বলা হয়েছে যে পুলিশ জলকামান ব্যবহার করেছে। প্রতিবাদীদের সাথে উকিলদের দেখাও করতে দেয়নি। তারা ছাত্র ছাত্রীদের সুরক্ষার বিষয় নিয়ে খুব চিন্তিত।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : নরেন্দ্র মোদীর কারনে ভারত-পাক সম্পর্ক নষ্ট হচ্ছে, দাবী পাক ক্রিকেটারের

কেজরিওয়াল দিল্লির পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কি কি করা উচিত তাই নিয়ে আপ দলের সদস্যদের সাথে আলোচনা করেছেন বলে সূত্রের খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সব রাজনৈতিক দলগুলিকে পরিস্থিতি মোকাবিলা করার জন্য এগিয়ে আসতে বলেছেন। তার সাথে কোন নেতা যাতে উস্কানিমূলক মন্তব্য না করেন সেটা ও তিনি উল্লেখ করেছেন।

About Author