দক্ষিণ ২৪ পরগনা: আজ, শুক্রবার কোজাগরী লক্ষ্মীপুজো। আর মাত্র কয়েকদিন পর দীপাবলি। আর মা কালীর আরাধনা করা মানেই আতসবাজির রোশনাই। তাই এখন থেকেই বাজি বাজার জমে উঠতে শুরু করেছে। আর এমন সময় দক্ষিণ ২৪ পরগনায় অভিযান চালিয়ে পুলিশ বাজেয়াপ্ত করেছে অনেক শব্দবাজি। এমনকি এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিনজনকে।
স্থানীয় এলাকার মানুষজনদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রচুর সংখ্যক শব্দবাজি বেচাকেনা হচ্ছে দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি বাজি বাজারে। অভিযোগ পেয়ে বৃহস্পতিবার রাতে অভিযান চালায় বারুইপুর থানার পুলিশ। অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করা হয় অসংখ্য শব্দবাজি এবং গ্রেফতার করা হয় তিনজনকে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowজানা গিয়েছে, ২২ হাজার ৫০০ শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ছ’লক্ষ টাকা। কালিপুজোর সময় এরকম গোপন অভিযান আরও অনেক জায়গায় পুলিশের পক্ষ থেকে জানানো হবে বলেও জানানো হয়েছে।