Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Poco M6 5G : এই মাসেই লঞ্চ, Samsung Relame’র বুকে ভয় ধরানোর জন্য নামই কাফি

পোকো কোম্পানির ফোন বাজারে বেশ জনপ্রিয়। পোকোর ফোনগুলি সস্তার পাশাপাশি খুব ভালো ফিচার যুক্ত। বাজারে পোকোর প্রতিটি বাজেট হ্যান্ডসেট দেখতে পাবেন। আপনি যদি পোকোর গ্রাহক হন তবে আপনার জন্য সুসংবাদ…

Avatar

পোকো কোম্পানির ফোন বাজারে বেশ জনপ্রিয়। পোকোর ফোনগুলি সস্তার পাশাপাশি খুব ভালো ফিচার যুক্ত। বাজারে পোকোর প্রতিটি বাজেট হ্যান্ডসেট দেখতে পাবেন। আপনি যদি পোকোর গ্রাহক হন তবে আপনার জন্য সুসংবাদ রয়েছে। পোকো কোম্পানি তার ভারতীয় গ্রাহকদের খুশি করে একটি নতুন ফোন উপস্থাপন করতে প্রস্তুত।পোকো এম ৬ ৫জি এই মাসেই লঞ্চ করা হবে, সংস্থাটি ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করার জন্য প্রস্তুত। শাওমি সাব-ব্র্যান্ড তাদের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলির মাধ্যমে নতুন এম সিরিজের ফোন লঞ্চ করার ঘোষণা করেছে। লঞ্চের আগে ডিজাইনও প্রকাশ করেছে পোকো। ফটোগ্রাফির জন্য পোকো এম৬ ৫জি স্মার্টফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ।এটি গত বছর চালু হওয়া পোকো এম ফাইভ এর একটি আপগ্রেড সংস্করণ হতে পারে। চলতি মাসের ২২ ডিসেম্বর পোকো কোম্পানি পোকো এম৬ ৫জি চালু করবে, ভারতীয় সময় দুপুর ১২টায়। সংস্থার শেয়ার করা টিজারে দেখা যাচ্ছে, হ্যান্ডসেটের ডিসপ্লেতে ওয়াটারড্রপ স্টাইলের নচ থাকবে। ফাঁস হওয়া রিপোর্ট অনুযায়ী, হ্যান্ডসেটটি কালো এবং সিলভার কালার অপশনে দেওয়া হতে পারে।POCO M6 5Gপোকো এম ৬ ৫ জি স্মার্টফোনটি গত বছরের সেপ্টেম্বরে লঞ্চ হওয়া পোকো এম ফাইভকে প্রতিস্থাপন করতে পারে। ধারণা করা হচ্ছে এটি রেডমি ১৩সি ৫জি-র রিব্যাজড সংস্করণ হবে। নতুন এই দিনে ৯০ হার্জ রিফ্রেশ রেটসহ রয়েছে ৬.৭৪ ইঞ্চি এলসিডি ডিসপ্লে। এটি মিডিয়াটেকের ডাইমেনসিটি ৬১০০+ এসওসি চিপের সাথে পাওয়া যাবে। ফোনটিতে ৮ জিবি পর্যন্ত RAM এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ রয়েছে। এতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, ডেপথ সেন্সর সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও কলিং এর জন্য রয়েছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে রয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি যা ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট করে।
About Author