অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা
ব্যাংকটি তার বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যে সব অ্যাকাউন্টে গত ৩ বছর ধরে কোনো লেনদেন হয়নি, সেই সব অ্যাকাউন্টের বিরুদ্ধে নেওয়া হতে পারে ব্যবস্থা। এছাড়াও গত তিন বছর ধরে যার অ্যাকাউন্ট ব্যালেন্স শূন্য টাকায় রয়েছে তার অ্যাকাউন্টের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারে। এমন গ্রাহকদের নোটিস পাঠানো হয়েছে।অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে
নোটিশ পাঠানোর এক মাস পর ওই সব অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। আপনি যদি সেই অ্যাকাউন্টগুলি সক্রিয় রাখতে চান তবে ব্যাঙ্কের শাখায় যান এবং অবিলম্বে কেওয়াইসি করিয়ে নিন। অনেক স্ক্যামার এ ধরনের অ্যাকাউন্টের অপব্যবহার করে। এই ধরনের মামলা মোকাবিলায় ব্যাঙ্ক এই বড় পদক্ষেপ নিয়েছে। ব্যাঙ্কের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩০ এপ্রিল ২০২৪ এর ভিত্তিতে অ্যাকাউন্টের হিসাব করা হবে।পিএনবি তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১ মাস পর ওই সব অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। অর্থাৎ তারা কাজ করছে না। যে অ্যাকাউন্টগুলির ব্যাঙ্ক অ্যাকাউন্ট গত তিন বছরে শূন্য এবং কোনও কার্যকলাপ বা লেনদেন করা হয়নি। ব্যাঙ্ক ইতিমধ্যেই এই জাতীয় গ্রাহকদের নোটিশ পাঠিয়েছিল। ব্যাঙ্ক ডিম্যাট অ্যাকাউন্ট বন্ধ করবে না।महत्वपूर्ण सूचना!📢📢#announcement #PNB #Saving #Digital #Banking #account #alert #notice pic.twitter.com/RUb6d8BOHX
— Punjab National Bank (@pnbindia) June 16, 2024