Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মাত্র ২০০০ টাকায় ঘরে আসবে ইলেকট্রিক গাড়ি, ২০০কিমি মাইলেজ সহ রয়েছে অবিশ্বাস্য ফির্চাস – ELECTRIC CAR

আর দুশ্চিন্তা নয়, জ্বালানি তেলের বিকল্প হিসেবে এবার বাজারে এসেছে সময়ের সেরা ইলেকট্রিক গাড়ি। যা ক্রয় করতে হলে আপনাকে ব্যয় করতে হবে মাত্র 2000 টাকা। আজ্ঞে হ্যাঁ, PMV ইলেকট্রিক গাড়ি…

Avatar

আর দুশ্চিন্তা নয়, জ্বালানি তেলের বিকল্প হিসেবে এবার বাজারে এসেছে সময়ের সেরা ইলেকট্রিক গাড়ি। যা ক্রয় করতে হলে আপনাকে ব্যয় করতে হবে মাত্র 2000 টাকা। আজ্ঞে হ্যাঁ, PMV ইলেকট্রিক গাড়ি আপনাদের জন্য এই সুযোগ নিয়ে এসেছে। আপনি চাইলে মাত্র 2000 টাকায় বুকিং করতে পারবেন গাড়িটি। সম্প্রতি চালু হওয়া মুম্বাই ওয়েস্ট স্টার্টআপ ব্যক্তিগত মোবাইল টিভি গাড়ির আকর্ষণীয় প্ল্যানের অধীনে এই বৈদ্যুতিক গাড়িটিকে মাত্র 95,800 টাকার ডাউন পেমেন্টে বাড়িতে আনার সুযোগ দিচ্ছে।

এই নিবন্ধের শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, PMV EaS-E হল দেশের সবচেয়ে ছোট বৈদ্যুতিক গাড়ি যেখানে দুই দুজন পূর্ণবয়স্ক ব্যক্তির সাথে একজন শিশু বসতে পারে। যদি গাড়িটির আকৃতির কথা বলি, তবে এটির দৈর্ঘ্য 2,915 মিমি, প্রস্থ 1,157 মিমি এবং উচ্চতা 1,600 মিমি। গাড়ির হুইলবেস 2,087 মিমি এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স 170 মিমি। এছাড়াও দুর্দান্ত এই গাড়িটির ওজন প্রায় 550 কেজি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এছাড়াও গাড়িটিতে ডিজিটাল ইনফোটেইনমেন্ট সিস্টেম, একটি ইউএসবি চার্জিং পোর্ট, এয়ার কন্ডিশনার, রিমোট কীলেস এন্ট্রি এবং রিমোট পার্ক অ্যাসিস্ট, ক্রুজ কন্ট্রোল এবং এয়ারব্যাগের মতো সুবিধা প্রদান করেছে কোম্পানিটি। তাছাড়া গাড়িটির তিন রকম ব্যাটারি ব্যাকআপের সুবিধে রেখেছে PMV। এটি এক চার্জে সর্বোচ্চ 200 কিলোমিটার এবং সর্বনিম্ন 120 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম।

এবার যদি গাড়িটির EMI প্ল্যানের কথা বলি, তবে বর্তমানে গাড়িটির অন রোড বিক্রয় মূল্য 4.79 লক্ষ টাকা। যা আপনি মাত্র 95,800 টাকার ডাউন পেমেন্টে বাড়ি নিয়ে আসতে পারবেন। এরপর যদি আপনি পাঁচ বছরের মাসিক কিস্তিতে বাকি টাকা পরিশোধ করেন, তবে 8 শতাংশ সুদের আপনাকে মাসে 7,770 টাকার EMI দিতে হবে। অর্থাৎ, গাড়িটি অন রোড বিক্রয় মূল্যের পাশাপাশি আপনাকে 82,995 টাকা সুদ প্রদান করতে হবে।

About Author