Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

RBI এর সামনে পিএমসি ব্যাংকের আমানতকারীদের বিক্ষোব, প্রতিবাদে মৃত ১০

মহারাষ্ট্র : গত কয়েক মাস আগেই পাঞ্জাব ও মহারাষ্ট্র কো-অপারেটিভ ব্যাংকের কেলেঙ্কারি উঠে এসেছিল জনসমক্ষে। বহু আমানতকারী তাদের সাশ্রয় করা টাকা ব্যাংক থেকে না পাওয়ায় শুরু করেছিলো বিক্ষোভ। কিছুদিন আগেই…

Avatar

মহারাষ্ট্র : গত কয়েক মাস আগেই পাঞ্জাব ও মহারাষ্ট্র কো-অপারেটিভ ব্যাংকের কেলেঙ্কারি উঠে এসেছিল জনসমক্ষে। বহু আমানতকারী তাদের সাশ্রয় করা টাকা ব্যাংক থেকে না পাওয়ায় শুরু করেছিলো বিক্ষোভ। কিছুদিন আগেই আমানতকারীদের নিয়ে এক বৈঠকে বসেছিল আরবিআই কিন্তু আরবিআই ব্যাংকের গভর্নর বিদেশে থাকার কারণে কোনো সমাধান পাননি আমানতকারীরা। এই ঘটনার পরেই মঙ্গলবার, মুম্বইয়ের পাঞ্জাব ও মহারাষ্ট্র কো অপারেটিভ ব্যাঙ্কের আমানতকারীরা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের বাইরে চললো বিক্ষোভ।

প্রতিবাদী আমানতকারীরা দাবি করেছেন যে আরবিআই এবং পিএমসির কর্মকর্তাদের মধ্যে জোটবদ্ধতা রয়েছে। তারা আজ জানান যে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নভিস তার বক্তব্য ব্যাক্তিগতভাবে কেন্দ্রের কাছে তুলে ধরবেন কিনা এবিষয়ে সন্দেহ রয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রতিবাদে অংশগ্রহণকারী এক ব্যাংক আমানতকারী অধ্যাপক চন্দ্রশেখর বলেন, ” স্ত্রীর অস্ত্রোপচারের জন্য আমার অর্থ দরকার। আমার সমস্ত অর্থ পিএমসিতে রয়েছে। তাই একজন প্রবীণ নাগরিক হিসাবে আমি আমার টাকা ফিরিয়ে নেওয়ার জন্য আবেদন করছি। আমরা ৪১ দিন ধরে বিক্ষোভ করে যাচ্ছি এবং ১০ আমানতকারী মৃত্যু হয়েছে পিএমসিকে ঘিরে।”

আজ বিক্ষোভকারীরা জানান যে আরবিআই বা সরকার তাদের কোনও আশ্বাস দেন নি। পিএমসিতে প্রবীণ নাগরিকদের জীবন সঞ্চয় থাকায় তারা প্রতিদিন হতাশ হয়ে পড়ছেন। এদিন বিক্ষোভকারীরা বলেন,” আরবিআই মনে করে যে বিক্ষোভ আমাদের ক্লান্ত করবে, তবে সঠিক সমাধান না হওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে।”

About Author