করোনাতে কাবু গোটা দেশ, বিকেলে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদি
জাতির উদ্দেশ্যে আজকে বিকেল পাঁচটা নাগাদ ভাষণ দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউয়ের জন্য ইতিমধ্যেই নাজেহাল গোটা দেশ। প্রতিদিন লাখো লাখো মানুষ আক্রান্ত হচ্ছেন করোনাভাইরাসে। এই পরিস্থিতিতে সরকারের তরফ থেকেও বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রত্যেক মানুষকে সতর্ক থাকার বার্তা দেয়া হচ্ছে।
রাজনৈতিক ব্যক্তিত্বরা মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়াতে এসে কিভাবে করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকা যায় তা বলছেন আমাদের। দ্বিতীয় ঢেউ যখন শুরু হয়েছিলতারপর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে কিন্তু একবারও শোনা যায়নি লকডাউন এর কথা। কিন্তু দেশের আর্থিক পরিস্থিতি বর্তমানে খুব খারাপ জায়গায় এসে দাঁড়িয়েছে। এরকম পরিস্থিতিতে, আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চলেছেন। সেই ভাষণে তিনি জানিয়ে দেবেন পরবর্তী পদক্ষেপ কী গ্রহণ করছেন তিনি।
দ্বিতীয় ঢেউ প্রায় শেষের মুখে। বর্তমানে প্রত্যেকদিন ভারতের আক্রান্তের সংখ্যা ১ লক্ষের কাছাকাছি। এরকম অবস্থায় দাঁড়িয়ে প্রত্যেক রাজ্য আনলক পর্যায় শুরু করে দিয়েছে। কিন্তু, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ কি বলবেন, তার দিকে বর্তমানে সকলে তাকিয়ে রয়েছেন। ৭ জুন, আজ বিকেল ৫ টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। বিশেষজ্ঞ মহলের ধারণা সেখানে তিনি জিডিপি এবং ভারতের আর্থিক পরিস্থিতি নিয়ে কথা বলতে পারেন। তার পাশাপাশি করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করে নতুন কোন দাওয়াই হয়তো বাৎলে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০২০-২১ অর্থবর্ষে দেশের জিডিপি বৃদ্ধির হার -৭.৩ শতাংশ। তাই দেশের বর্তমানে সবথেকে বড় চিন্তার কারণ হয়ে উঠেছে এই করোনাভাইরাস। ইতিমধ্যেই শিশুদের জন্য করোনা ভাইরাসের টিকাকরনের কর্মসূচি শুরু করে দেওয়া হয়েছে ভারতবর্ষে তরফ থেকে। দিল্লির এইমস হাসপাতালে এই টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে পরীক্ষামুলকভাবে। এখন এটাই দেখার, এই কর্মসূচি নিয়ে ভবিষ্যতে আর কোনো কথা বলেন নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।