Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ইনস্টাগ্রামে নতুন বন্ধুর ভিডিও শেয়ার করলেন নরেন্দ্র মোদি, মুহূর্তে ভাইরাল ভিডিও

ভারতবার্তা ডেস্ক : এইমুহূর্তে সোশ্যাল মিডিয়ায় সবথেকে বেশী ভাইরাল হওয়া ভিডিওটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ১ মিনিট ৪৭ সেকেন্ডের এই ভিডিওতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী ব্যায়ামের ফাঁকে ময়ূরদের খাওয়াচ্ছেন। এমনকি রোজ সকালের…

Avatar

ভারতবার্তা ডেস্ক : এইমুহূর্তে সোশ্যাল মিডিয়ায় সবথেকে বেশী ভাইরাল হওয়া ভিডিওটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ১ মিনিট ৪৭ সেকেন্ডের এই ভিডিওতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী ব্যায়ামের ফাঁকে ময়ূরদের খাওয়াচ্ছেন। এমনকি রোজ সকালের শরীর চৰ্চা থেকে লোক কল্যাণ মার্গের সরকারি বাসভবন থেকে তার অফিসে যাত্রায় নিত্য সঙ্গী হন এই ময়ূররা।

নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে এই ভিডিওটি শেয়ার করার পর বয়ে চলেছে লাইক আর কমেন্টের বন্যা। শুরু থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের এক একটি ভিডিও শেয়ার করে বারবার মুগ্ধ করেন। কখনো সমুদ্রের ধারে প্লাস্টিক আবর্জনা কুড়িয়ে সামাজিক বার্তার মাধ্যমে, তো কখনো বা নিজের যোগ ব্যায়ামের মাধ্যমে ভারতীয় জনগনকে উদ্বুদ্ধ করার মাধ্যমে। এবার তার প্রোফাইলে নতুন সংযোজন এই ময়ূরের দৃশ্য।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

https://www.instagram.com/tv/CEONMDnpjAo/?igshid=vt4o812no2vw

কাজের মাঝে নানা ভাবে সময় কাটানোর মাধ্যমে তিনিই এই ময়ূরদের নিজের হাতেই খাওয়ান। তাঁদের দেখভাল করার পাশাপাশি,তাঁদের যত্ন খাওয়ানো ইত্যাদি নানা মুহূর্তের ছবিও ধরা পড়েছে ওই ভিডিওতে। রোজ সকালে আসন করার সময় এইটা ময়ূরেরা তার বন্ধুর মতন সঙ্গও দেয়। ভিডিওটি শেয়ার করার পাশাপাশি তিনি প্রেসিয়াস মোমেন্ট লিখে একটি অনবদ্য হিন্দী কবিতাও লিখেছেন।

তার ভিডিও দেখা মাত্রই দেশের আমজনতা থেকে মোদীভক্তরা প্রত্যেকেই বেশ সাদরে গ্রহণ করেছে এই মনোরম দৃশ্য। কেউ লিখেছেন ” বেস্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। কেউ আবার লিখেছেন, ” রাষ্ট্রের পাখি আর আর রাষ্ট্র পুরুষ একসাথে “। আবার অন্য একজন লিখেছেন, ” প্রাউড অফ আওয়ার ওনারেবল প্রাইম মিনিস্টার ” । সব মিলিয়ে নরেন্দ্র মোদির এই নতুন ভিডিও যে ভারতীয়দের মনে একটা ইতিবাচক ইঙ্গিত ফেলেছে তা আর বলার অপেক্ষা রাখেনা।

About Author