Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দেশের ১.৮৯ কোটি পরিবারের জন্য বড় সুখবর, বাজেটে এই ঘোষণা করলো মোদী সরকার

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের কোটি কোটি পরিবারকে বিরাট স্বস্তি দিয়েছেন। আজ বাজেট ঘোষণার দিনে দেশের সাধারণ মানুষদের সুবিধার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। অন্ত্যোদয় আন্না যোজনা (AAY)…

Avatar

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের কোটি কোটি পরিবারকে বিরাট স্বস্তি দিয়েছেন। আজ বাজেট ঘোষণার দিনে দেশের সাধারণ মানুষদের সুবিধার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। অন্ত্যোদয় আন্না যোজনা (AAY) পরিবারগুলির জন্য চিনির ভর্তুকি প্রকল্প ২ বছরের জন্য বাড়ানো হয়েছে। ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত পাবলিক ডিস্ট্রিবিউশন স্কিম (PDS) এর মাধ্যমে এই ভর্তুকি পাওয়া যাবে।

দেশের নাগরিকদের মঙ্গল এবং দরিদ্রতমদের প্লেটে মিষ্টি নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় সরকারের অটল প্রতিশ্রুতির প্রমাণ এই পদক্ষেপ। এই প্রকল্প চিনির অ্যাক্সেসকে সহজতর করে এবং খাদ্যে শক্তি অন্তর্ভুক্ত করে স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করবে। এই প্রকল্পের অধীনে, কেন্দ্রীয় সরকার অংশগ্রহণকারী রাজ্যগুলিতে AAY পরিবারগুলিকে প্রতি মাসে প্রতি কেজি চিনির উপর ১৮.৫০ টাকা ভর্তুকি প্রদান করে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

১৫ তম অর্থ কমিশনের সময়কালে (২০২০-২১ থেকে ২০২৫-২৬) এই ১৮৫০ কোটি টাকারও বেশি সুবিধা দেবে বলে আশা করা হচ্ছে। এই প্রকল্পটি দেশের প্রায় ১.৮৯ কোটি AAY পরিবারকে উপকৃত করবে। সরকার PDS-এর মাধ্যমে প্রতি মাসে পরিবার প্রতি এক কিলোগ্রাম হারে AAY পরিবারগুলিতে চিনি বিতরণের জন্য অংশগ্রহণকারী রাজ্যগুলিকে ভর্তুকি প্রদান অব্যাহত রাখবে। তবে এই চিনি সংগ্রহ ও বিতরণের দায়িত্ব থাকবে সংশ্লিষ্ট রাজ্যের।

প্রসঙ্গত উল্লেখ্য, ভারত সরকার ইতিমধ্যে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ আন্না যোজনা (PM-GKAY) এর অধীনে বিনামূল্যে রেশন প্রদান করছে। PM-GKAY ছাড়াও, ‘ভারত আটা’, ‘ভারত ডাল’ এবং টমেটো এবং পেঁয়াজ সাশ্রয়ী ও ন্যায্য দামে বিক্রি করা হয়।এই পদক্ষেপগুলি ‘সবার জন্য খাদ্য, সবার জন্য পুষ্টি’ মোদীর লক্ষ্য পূরণে সাহায্য করবে।

About Author