Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মোদির ডাকে সাড়া, প্লে স্টোরে প্রথম দশে এই ভারতীয় অ্যাপ

ভারত :দেশীয় জিনিস ব্যবহারের ক্ষেত্রে আবারও একধাপ এগিয়ে গেলো ভারত। শুরু থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশীয় জিনিস ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেন। কিন্তু গত রবিবার "মন কি বাত" অনুষ্ঠানে…

Avatar

ভারত :দেশীয় জিনিস ব্যবহারের ক্ষেত্রে আবারও একধাপ এগিয়ে গেলো ভারত। শুরু থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশীয় জিনিস ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেন। কিন্তু গত রবিবার “মন কি বাত” অনুষ্ঠানে দেশীয় জিনিস ব্যবহার করা নিয়ে বক্তব্য রাখার পর থেকেই দেশের মানুষের মধ্যে স্বদেশী জিনিসের প্রতি আকর্ষণ আরও একধাপ এগিয়ে গেছে। যার জেরে হু হু করে বেড়েছে একাধিক দেশি অ্যাপের ব্যবহার। দেশের প্রায় ৭০০০ অ্যাপের মধ্যে থেকে সেরা অ্যাপগুলিকে বেছে নিয়েছে “আত্মনির্ভর অ্যাপ ইনোভেশন চ্যালেঞ্জ”।

বেছে নেওয়া হয়েছে বিনোদন, বিজনেস, গেমিং, ইউটিলিটিস, সোশ্যাল মিডিয়া এবং ফিটনেসের মধ্যে থেকে সেরা অ্যাপগুলিকে। এমনকি ডাউনলোডের নিরিখে একাধিক বিভাগে শীর্ষে রয়েছে ভারতীয় অ্যাপগুলি। দেশি অ্যাপগুলি ব্যবহারের তালিকায় প্রথম দশে রয়েছে স্ন্যাপচ্যাট, জোশ, শেয়ারচ্যাট, রোপোসো, মোজ, এবং চিঙ্গারি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মোদির ডাকে সাড়া, প্লে স্টোরে প্রথম দশে এই ভারতীয় অ্যাপ

ফিটনেস বিভাগের মধ্যে যে দেশীয় অ্যাপগুলি আছে তারমধ্যে প্রথম সারিতে আছে, আরোগ্য অ্যাপ, লস ওয়েট অ্যাপ, ইনক্রিজ হাইট ওয়ার্কআউট, সিক্স প্যাক ইন ৩০ ডেজ, স্টেপসেটগো, হোম ওয়ার্কআউট। এছাড়াও শিক্ষা বিভাগে প্রথম সারিতে রয়েছে সরলদাতা, ভূত কিডস, পাঞ্জাব এডুকেয়ার, আপ সরকার সেবা, দৃষ্টি এবং কুটুকি কিডস অ্যাপ।

গত রবিবারের “মন কি বাত” অনুষ্ঠানে নরেন্দ্র মোদী দেশের জিনিসের ব্যবহারের প্রতি গুরুত্ব বাড়ানো নিয়ে অনেক কথা বলেন। পাশাপাশি তিনি এও বলেন যে দেশীয় জিনিসগুলি ব্যবহার করার মাধ্যমে আমরা দেশকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে পারি। আর সেদিনের পর থেকেই দেশীয় জিনিসের প্রতি ভারতীয়দের টান বেড়ে যাওয়ার লক্ষ্য স্পষ্ট।

 

 

About Author