Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মা দুর্গার বোধনের দিন রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: আর মাত্র সপ্তাহখানেকের অপেক্ষা। তারপরেই মা আসছেন। সকলের একটাই কামনা, করোনা মুক্ত পৃথিবী উপহার দিয়ে যাক মা। তবে দেশ জুড়ে করোনা পরিস্থিতি উদ্বেগজনক, আর এর মধ্যেই উৎসব পালনে রয়েছে…

Avatar

নয়াদিল্লি: আর মাত্র সপ্তাহখানেকের অপেক্ষা। তারপরেই মা আসছেন। সকলের একটাই কামনা, করোনা মুক্ত পৃথিবী উপহার দিয়ে যাক মা। তবে দেশ জুড়ে করোনা পরিস্থিতি উদ্বেগজনক, আর এর মধ্যেই উৎসব পালনে রয়েছে কিছু বিধিনিষেধ। যদিও অনেক ক্ষেত্রেই তা ভুলে মার্কেটিংয়ে মেতেছে পশ্চিমবঙ্গের আমজনতা। তবুও তাতে আশঙ্কার ভ্রুকুটি দেখছেন রাজ্যের চিকিৎসকরা। এমতাবস্থায় সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শারদীয়ার বোধনেই পশ্চিমবঙ্গবাসীকে শুভেচ্ছা জানিয়ে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আগামী ২২ অক্টোবর, মহাষষ্ঠী। আর এদিনই রাজ্যবাসীর উদ্দেশে ভাষণ দেবেন মোদি। রাজ্য বিজেপি নেতৃত্বের তরফে এমন একটি আবেদন করা হয়েছিল প্রধানমন্ত্রীর কাছে। আর সেই আবেদনেই সাড়া দিয়েছেন তিনি। তবে করোনা আবহের কারণে ভার্চুয়াল ভাষণ দেবেন মোদি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রসঙ্গত, এবার মহালয়ার দিন মা দুর্গার কাছে করোনা মুক্তির প্রার্থনা করে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে ‘শুভ মহালয়া’ টুইট করেছিলেন প্রধানমন্ত্রী। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। আর তার আগে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবকে কেন্দ্র করে বাঙালির মনে জায়গা করে নিতে চাইছে বিজেপি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। দুর্গাপূজা বা দুর্গোৎসব বাঙালির মনে একটা সেন্টিমেন্টের জায়গা। আর সেই সেন্টিমেন্টকেই ছুতে চাইছেন প্রধানমন্ত্রী, এমনটাই ধারণা সকলের। আর তাই মা দুর্গার বোধনের দিন নিজের বিধানসভা নির্বাচনের ছকের বোধন করতে চাইছে বিজেপি, এমনটা বলাই যায়।

About Author