Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লকডাউনের মেয়াদ কি বাড়বে? মুখ্যমন্ত্রীদের সাথে ফের বৈঠকে প্রধানমন্ত্রী

ফের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার বিকেল তিনটেয় বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী সহ রাজ্যের সব মুখ্যমন্ত্রীরা। এই নিয়ে পঞ্চমবার বৈঠক হচ্ছে। লকডাউনের মেয়াদ কি আরও বাড়ানো হবে?…

Avatar

ফের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার বিকেল তিনটেয় বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী সহ রাজ্যের সব মুখ্যমন্ত্রীরা। এই নিয়ে পঞ্চমবার বৈঠক হচ্ছে। লকডাউনের মেয়াদ কি আরও বাড়ানো হবে? নাকি বিশেষ কিছু এলাকাতে লকডাউন থাকবে? কোন রাজ্যের কি অবস্থা এই সমস্ত কিছু নিয়েই বৈঠকে আলোচনা হবে বলে বিশেষজ্ঞদের মনে হয়েছে।

বিশেষজ্ঞরা অবশ্য মনে করছেন, ভারতের অর্থনীতির যা অবস্থা, সেখানে অর্থনীতিকে জোরালো করতে না পারলে অনেকক্ষেত্রেই সমস্যা শুরু হবে। তাই লকডাউন বাড়ানো নিয়ে সিদ্ধান্ত নেবার প্রয়োজন আছে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেষবার ভিডিও কনফারেন্স বৈঠক করেন ২৮ এপ্রিল। ভারতে মার্চের শেষের থেকে লকডাউন শুরু করা হয়েছে। তারপর তিনবার লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই মুহূর্তে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৬২ হাজার পেরিয়ে গেছে। মৃতের সংখ্যাও ২ হাজারের বেশি। মেট্রো শহরগুলিতে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি বাড়ছে। মহারাষ্ট্রে সর্বাধিক আক্রান্ত হয়েছে। সেখানে ২০ হাজারে বেশি মানুষ করোনাতে সংক্রমিত হয়েছেন।

About Author