আগামী ৫ আগস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভিতপুজো অনুষ্ঠান হবার দিন নির্ধারিত হয়েছে। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উপস্থিত থাকার জন্য আগেই আমন্ত্রণ জানানো হয়েছে। এবার রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। বুধবার এই খবর জানালেন রাম মন্দ্র ট্রাস্টের কোষাধক্ষ্য স্বামী গোবিন্দ দেব গিরি।
এই অনুষ্ঠানে উপস্থিত হবার জন্য সকল রাজ্যের মুখ্যমন্ত্রীদের আবেদন করা হবে বলে রাম মন্দির ট্রাস্টের কোষাধক্ষ্য জানিয়েছেন। করোনার জন্য মাত্র ২০০ জন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন বলে জানানো হয়েছে। এদের মধ্যে ১৫০ জন আমন্ত্রিত ব্যক্তি থাকবেন। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের কোষাধ্যক্ষ স্বামী গোবিন্দ দেব গিরি জানান যে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর সাথেই তিনি রামলালা ও হনুমান মন্দিরে হনুমানজির পুজো করবেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowগত বছর সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল আর তারপরই মন্দির তৈরির প্রস্তুতি শুরু হয়েছিল। রামের বিগ্রহ গোটা দেশ ঘোরানো হয়েছে। দেশের সব জায়গা থেকে ভক্তরা ভিত গাঁথার ইঁট পাঠিয়েছেন। কুম্ভমেলায় সাধুদের অনুমতিও নেওয়া হয়েছে। এরপরই ৫ আগস্ট দুপুর ১২ টা ১৫ মিনিট নাগাদ ভিত্তিপ্রস্তর স্থাপনের দিনক্ষণ ঠিক হয়েছে। এই অনুষ্ঠান চলবে তিনদিন ধরে। চারিদিকে জমকালো ব্যবস্থা করা হয়েছে।
শুধু দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদেরই নয়, এর সাথে আমন্ত্রণ করা হয়েছে বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানী, মুরলী মনোহর যোশী, উমা ভারতী ও বিনয় কাটিয়ারকে। এছাড়া সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, আরএসএস প্রধান মোহন ভাগবতও এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন।