Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আনলক -১ পরবর্তী কর্মসূচি স্থির করতে মুখ্যমন্ত্রীদের সঙ্গে আজ বৈঠকে প্রধানমন্ত্রী

সময়ের সঙ্গে সঙ্গে উদ্বেগজনক ভাবে বেড়ে চলেছে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দপ্তরের দেওয়া রিপোর্ট অনুসারে সোমবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন, ৩ লক্ষ ৩০ হাজারেরও বেশি ভারতীয়। ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়ে…

Avatar

সময়ের সঙ্গে সঙ্গে উদ্বেগজনক ভাবে বেড়ে চলেছে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দপ্তরের দেওয়া রিপোর্ট অনুসারে সোমবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন, ৩ লক্ষ ৩০ হাজারেরও বেশি ভারতীয়। ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৯ হাজারের বেশি। এই অবস্থায় করোনার এই সংকটময় পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে করণীয় কী, তা স্থির করতে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লকডাউন পরবর্তী সময়ে কীভাবে এগোবে দেশ, সেই নিয়ে আলোচনা হবে মুখ্যমন্ত্রীদের সঙ্গে। আজ, মঙ্গলবার ও আগামীকাল, বুধবার এই আলোচনা করবেন প্রধানমন্ত্রী।

জানা গেছে, আগের বৈঠক গুলিতে যে সমস্ত মুখ্যমন্ত্রী তাদের মতামত দেননি, এবার তাদের সঙ্গেই আলোচনা করতে চেয়েছেন প্রধানমন্ত্রী। মোট ২১ টি রাজ্যের প্রতিনিধি যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রীর এই আজকের ষষ্ঠ দফার বৈঠকে। আগামীকাল সপ্তম দফার বৈঠকে থাকবেন ১৫ টি রাজ্যের প্রতিনিধি। তবে, এই তালিকায় নেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রসঙ্গত, মহারাষ্ট্র, তামিলনাড়ু ও দিল্লিতে করোনা ভাইরাসের সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে। শুধুমাত্র মহারাষ্ট্রেই করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ১০ হাজার ৭৪৪। সোমবার, একদিনে মৃত্যু হয়েছে ১৭৮ জনের। অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে তামিলনাড়ুরও। এই পরিস্থিতিতে তামিলনাড়ুর বেশ কিছু এলাকায় সোমবার থেকে ফের লকডাউন জারি করেছে সরকার। দিল্লিতে প্রত্যেক ব্যক্তির করোনা পরীক্ষা করা হবে বলে ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

About Author