Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘মন কি বাত’ অনুষ্ঠানে মোদী কী কী বললেন? দেখুন একনজরে

লকডাউনের পর আজ প্রধানমন্ত্রীর প্রথম 'মন কি বাত' অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানের শুরুতেই তিনি এই লকডাউনের ভোগান্তির জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন। আজকের অনুষ্ঠানে মোদী করোনা থেকে সুস্থ হয়ে ওঠা দুজন…

Avatar

লকডাউনের পর আজ প্রধানমন্ত্রীর প্রথম ‘মন কি বাত’ অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানের শুরুতেই তিনি এই লকডাউনের ভোগান্তির জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন। আজকের অনুষ্ঠানে মোদী করোনা থেকে সুস্থ হয়ে ওঠা দুজন ব্যক্তি এবং দুজন চিকিৎসকের সাথে কথাও বলেন। প্রধানমন্ত্রী বলেছেন যে লকডাউন ছাড়া কোনও বিকল্প নেই। আর এই সামাজিক দূরত্ব মানে মানসিক দূরত্ব নয় তিনি এটাও বলেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী আজ ‘মন কি বাত’ অনুষ্ঠানে কি কি বলেছেন, সেগুলি একনজরে জেনে নিন-

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

১) প্রথমেই তিনি লকডাউনের জন্য মানুষের যে ভোগান্তির  সৃষ্টি হয়েছে তাঁর জন্য তিনি ক্ষমা চেয়েছেন। লকডাউন ছাড়া আর কোনও উপায় ছিল না বলে তিনি জানিয়েছেন। সবাইকে একসঙ্গে লড়াই করার কোথাও তিনি উল্লেখ করেছেন।

২) তিনি বলেছেন যে কিছু মানুষ ভাবছেন যে লকডাউন মেনে তাঁরা অন্যের উপকার করছেন। কিন্তু সেটা নয় তাঁরা নিজেদেরই ভালো করছেন।

৩) করোনা দেশের সব মানুষের জন্যই বিরাট চ্যালেঞ্জ, তাই পুরো দেশের আমজনতাকে একসাথে জোটবদ্ধ হয়ে লড়াই করতে বলেছেন প্রধানমন্ত্রী।

৪) করোনা আক্রান্ত হলে চিন্তা করার বা ভয় পাবার কিছু নেই বলে তিনি জানিয়েছেন। সঠিকভাবে নিয়ম পালন করলে মানুষ সুস্থ হয়ে যাবেন।

৫) কিছু মানূষ লকডাউন মানছেন না, তাঁরা নিজেদের ক্ষতির সাথে অন্যদের ও ক্ষতি করছেন বলে মোদী জানিয়েছেন।

৬) গোটা বিশ্বে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ভারতে যাতে সেটা না হয় তাই তিনি চান। তিনি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কথা শুনে চলার অনুরোধ করেছেন।

৭) যারা এই পরিস্থিতেও দোকান খোলা রেখে মানুষের প্রয়োজন মেটাচ্ছেন সেই দোকানদারদের কথাও তিনি উল্লেখ করেছেন। সেই দোকানদাররা আসলে দেশের সেবা করছেন বলে তিনি জানিয়েছেন।

৮) সামাজিক দূরত্ব মানে কিন্তু মানসিক দূরত্ব নয়। তিনি সামাজিক দূরত্ব এইসময় বাড়াতে বলেছেন, মানসিক দূরত্ব নয়। দেশের মানুষের এই ধৈর্যই করোনাযুদ্ধে জয়ী করবে তিনি বলেছেন।

গরিব মানুষরা যাতে এই সময় খেতে পারেন, তাদের যাতে সমস্যা না হয় সেটাই মূল লক্ষ্য বলেছেন প্রধানমন্ত্রী।

About Author