Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পরিযায়ী শ্রমিকদের জন্য কাজের সুযোগ কেন্দ্রের, ছয়টি রাজ্যের শ্রমিকরা পাবেন এই বিশেষ সুবিধা

করোনা আবহে যখন ছেয়ে গেছে গোটা দেশ তখন লক ডাউনের জেটে কাজ হারিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক। ভিন রাজ্যে দু'বেলা দুমুঠো খাবারের জন্য তাঁরা যে কর্মে…

Avatar

করোনা আবহে যখন ছেয়ে গেছে গোটা দেশ তখন লক ডাউনের জেটে কাজ হারিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক। ভিন রাজ্যে দু’বেলা দুমুঠো খাবারের জন্য তাঁরা যে কর্মে যুক্ত ছিলেন সেই কর্মস্থানও বন্ধ হয়ে যায়। যার ফলে নিজেদের ঘরের উদ্দেশ্যে রওনা দেন তাঁরা। আর এই পরিযায়ী শ্রমিকদের জন্য এবার কর্মসংস্থানের বন্দোবস্ত করেছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার ‘গরিব কল্যাণ রোজগার অভিযান’ নামক প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

দেশের মোট ছয়টি রাজ্য এই নতুন প্রকল্পের আওতায় থাকলেও নেই বাংলার নাম। যে ছয়টি রাজ্যের শ্রমিকরা এই প্রকল্পের আওতায় কাজ করবেন সেই রাজ্যগুলি হল, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা ও রাজস্থান। জানা গিয়েছে, আগামী ১২৫ দিনে এই ছয়টি জেলার ১১৬টি রাজ্যে পরিকাঠামোকে উন্নত করতে কাজের বন্দবস্ত করা হবে। এই প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে মোট ৫০ হাজার কোটি টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের উদ্দেশ্যে বলেন, “শহরে যে পরিকাঠামোগত উন্নয়ন করে শ্রমিকরা কাজ করতেন এবার সেই কাজ করা হবে গ্রামকে কেন্দ্র করে”। এরফলে তাঁরা নিজেদের বাড়ির কাছেই কাজ করার সুবিধা উপভোগ করতে পারবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এদিন শনিবার বিহারের খগড়িয়া জেলার তেলিহার গ্রামে কেন্দ্রীয় সরকারের এই নতুন প্রকল্পের জন্য পরিযায়ী শ্রমিকদের নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয়। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও উপ মুখ্যমন্ত্রী সুশীলকুমার মোদী। এছাড়া বাকি পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই অনুষ্ঠানে যোগদান করেন। এরপরই নতুন প্রকল্পের উদ্বোধন করা হয়।

About Author