Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

PM-Kisan Yojona: ১৩ তম কিস্তি আটকে যায়নি তো আপনার? আজই চেক করুন এই উপায়ে

২০১৯ সালের বাজেটের সময় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের জন্য পিএম কিষান স্কিমের ঘোষণা করেছিলেন। স্কিম অনুযায়ী দেশের প্রত্যেকটি কৃষক বছরে ৬০০০ টাকা করে পাবে কেন্দ্র সরকারের পক্ষ থেকে। প্রত্যেক…

Avatar

২০১৯ সালের বাজেটের সময় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের জন্য পিএম কিষান স্কিমের ঘোষণা করেছিলেন। স্কিম অনুযায়ী দেশের প্রত্যেকটি কৃষক বছরে ৬০০০ টাকা করে পাবে কেন্দ্র সরকারের পক্ষ থেকে। প্রত্যেক চার মাসে ২ হাজার টাকা করে দেওয়া হবে। কৃষকদের ক্ষমতায়ন করতে কেন্দ্রীয় সরকার এই কিষান সম্মান নিধি প্রকল্প চালাচ্ছে। জানা গিয়েছে, এই ফেব্রুয়ারি মাসেই কৃষকরা পাবেন তাদের ১৩ তম কিস্তি। অনেকদিন ধরেই কৃষকরা তাদের এই কিস্তির অপেক্ষা করছিলেন। অবশেষে হলো সেই অপেক্ষার অবসান। ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখে কৃষকদের পিএম কিষান সম্মান নিধির ১৩ তম কিস্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

যদিও PM-Kisan-এর ১৩ তম কিস্তি প্রকাশের বিষয়ে কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ নেই এখনও অব্দি। তবে বেশ কিছু রিপোর্ট অনুযায়ী মনে করা হচ্ছে যে ১৩ তম কিস্তির অর্থটি ২৪ ফেব্রুয়ারি, ২০২৩-এ ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়ে যেতে পারে। জানিয়ে রাখি, একই দিনে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ৮ বছর পূর্ণ হবে। কিন্তু আপনি কি জানেন মাত্র একটি কারণের জন্য আপনার ১৩ তম কিস্তি আটকে যেতে পারে! আসলে আপনার যদি না কেওয়াইসি আপডেট করা থাকে তাহলে আপনার অ্যাকাউন্টে নির্ধারিত ২০০০ টাকা জমা হবে না। কি করে আপনি বুঝবেন যে আপনার ১৩ তম কিস্তি আসবে নাকি? জানতে এই প্রতিবেদনের শেষ অংশটি অবশ্যই পড়ুন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আপনার যদি এখন অব্দি ই কেওয়াইসি না করা থাকে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব প্রধানমন্ত্রী কিষান যোজনা ওয়েবসাইট বা CSC কেন্দ্রে গিয়ে ই কেওয়াইসি আপডেট করুন। ১৩ তম কিস্তি আসবে নাকি জানতে নিম্নলিখিত ধাপগুলি মেনে চলুন:

  • প্রথমে PM-Kisan যোজনার অফিসিয়াল ওয়েবসাইট খুলুন
  • এরপর অফিসিয়াল ওয়েবসাইটে ‘কৃষক কর্নার’ নামক অপশন ক্লিক করুন
  • সেখানে নিজের ই-কেওয়াইসি অপশন এবং জমির বিবরণ পূরণ করুন
  • পূরণ করার পর সাবমিট করলে পিএম কিষান যোজনা অপশনের পাশে হ্যাঁ লেখা থাকলে আপনি ১৩ তম কিস্তি পাবেন এবং না লেখা থাকলে আপনার কিস্তি বন্ধ হয়ে যেতে পারে
About Author