চার মাস কেটে গিয়েছে, অপেক্ষায় দিন গুনছেন দেশের লক্ষ লক্ষ কৃষক। কিন্তু এখনও পর্যন্ত কিষাণ সম্মান নিধি যোজনার ২০তম কিস্তির টাকা পৌঁছয়নি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। খবর অনুযায়ী, আগামী ২ রা অগাস্ট ২০২৫ তারিখে কেন্দ্রীয় সরকারের তরফে শুরু হতে পারে অর্থ স্থানান্তরের কাজ। ওই দিনই উত্তরপ্রদেশের বারাণসী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকেই শুরু হতে পারে এই যোজনার নতুন কিস্তির টাকা প্রদান।
কবে শেষ কিস্তির টাকা দেওয়া হয়েছিল?
প্রসঙ্গত, ১৯তম কিস্তির অর্থ কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল চলতি বছরের ২৪শে ফেব্রুয়ারি। তারপর থেকেই কৃষকদের দীর্ঘ অপেক্ষা। এই প্রকল্পের অধীনে বছরে মোট ৬০০০ টাকা আর্থিক সাহায্য প্রদান করা হয় দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের। তিনটি কিস্তিতে ২০০০ টাকা করে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT)-এর মাধ্যমে এই টাকা জমা হয় তাঁদের অ্যাকাউন্টে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowকী এই কিষাণ সম্মান নিধি যোজনা?
২০১৮ সালের ১লা ডিসেম্বর চালু হয়েছিল কেন্দ্রীয় সরকারের এই বিশেষ প্রকল্প। উদ্দেশ্য ছিল দেশের ক্ষুদ্র ও দরিদ্র কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা। কৃষিকাজে কিছুটা স্বস্তি দিতে প্রত্যেক কৃষক পরিবারকে বছরে ৬০০০ টাকা সহায়তা দেওয়া হয়। এই টাকা পাওয়া যায় বছরে তিন দফায়—একেক দফায় ২০০০ টাকা করে।
কীভাবে এই প্রকল্পে নাম নথিভুক্ত করবেন?
যে কোনও কৃষক এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন অনলাইনের মাধ্যমে। pmkisan.gov.in ওয়েবসাইটে গিয়ে নিজের আধার নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিবরণ এবং জমির কাগজপত্র আপলোড করে নিবন্ধন করতে হবে। একবার আবেদন মঞ্জুর হলে প্রতি কিস্তির টাকা সরাসরি পৌঁছে যায় কৃষকের অ্যাকাউন্টে।
এখনও কেন আসেনি ২০তম কিস্তি?
এ বিষয়ে সরকার এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি। তবে প্রশাসনিক সূত্রের খবর, এই বারাণসী সফরের সময়ই প্রধানমন্ত্রী ২০তম কিস্তির অর্থ প্রেরণের সূচনা করতে পারেন। ফলে কৃষকদের ব্যাঙ্কে টাকা আসতে শুরু করবে ২ অগাস্ট থেকে।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
১. কবে আসতে পারে ২০তম কিস্তির টাকা?
আগামী ২ রা অগাস্ট ২০২৫ তারিখে টাকা স্থানান্তর শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
২. প্রতি বছর কত টাকা দেওয়া হয় এই প্রকল্পে?
বছরে মোট ৬০০০ টাকা, তিন দফায় ২০০০ টাকা করে।
৩. কে এই প্রকল্পের জন্য যোগ্য?
ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবার, যাঁদের নামে জমির নথি রয়েছে।
৪. কীভাবে আবেদন করতে হয় এই প্রকল্পে?
pmkisan.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে আধার, ব্যাঙ্ক ও জমির তথ্য সহ।
৫. টাকা কোথায় পাঠানো হয়?
সরাসরি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT-এর মাধ্যমে জমা হয়।