আজ সকাল ৯টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে ভিডিও বার্তা দেন। তিনি তাঁর এই ভাষণে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ সম্পর্কে বলেছেন। সমগ্র দেশবাসীকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।
তিনি যেগুলি বলেছেন, সেগুলি হল-
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now১) লকডাউনে সবাই এক হয়ে লড়ছেন। লকডাউনে ঘরে থাকলেও কেউ একা নন। আপনারা সরকারের আবেদনে যেভাবে সাড়া দিয়েছেন, তা সত্যিই এক অভূতপূর্ব ঘটনা। আপনারা জনতা কার্ফুতেও সাড়া দিয়েছেন।
২) আপনারা জনতা কার্ফুর দিন দেশের স্বাস্থকর্মীদের জন্য অভিনন্দন জানিয়েছেন সেটাও খুব প্রশংসনীয়।
৩) আগামী ৫ এপ্রিল রবিবার রাত ৯টায় দেশবাসীর কাছে তিনি ৯ মিনিট চেয়েছেন। এই সময় ঘরের সব আলো নিভিয়ে দেবেন। ঘরের সামনে বা বারান্দায় মোমবাতি, টর্চ, প্রদীপ জ্বালাবেন বা মোবাইলের ফ্লাশ জ্বালাতে পারেন।
৪) ১৩০ কোটি মানুষ কেউ একা নন, ৫ তারিখ এই পদক্ষেপ নিলে লড়াই করার মনোবল বাড়বে। দুনিয়ার কোনও শক্তি হারাতে পারবে না। ৫ তারিখ নতুন সংকল্প নেবেন সমগ্র দেশবাসী।
৫) তবে তিনি আবার বলেছেন যে এই সময় কিন্তু একদম জমায়েত করবেন না।