Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘দয়া করে ফিরে এসো ইরফান’, বন্ধুকে ভুলতে পারছেন না দীপিকা পাড়ুকোন

'পিকু' জনপ্রিয় এই সিনেমাটি মুক্তি পায় ২০১৫ সালের ৮ মে। অভিনয়ে ছিলেন দীপিকা পাড়ুকোন এবং ইরফান খান। ইরফান খান আজ আর নেই, কিন্তু সে অমর তার কাজের মাধ্যমে, তাকে ভুলতে…

Avatar

‘পিকু’ জনপ্রিয় এই সিনেমাটি মুক্তি পায় ২০১৫ সালের ৮ মে। অভিনয়ে ছিলেন দীপিকা পাড়ুকোন এবং ইরফান খান। ইরফান খান আজ আর নেই, কিন্তু সে অমর তার কাজের মাধ্যমে, তাকে ভুলতে পারছেন না অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তার মনে পড়ছে, ‘পিকু’ সিনেমার শ্যুটিং চলাকালীন বিভিন্ন মুহূর্তের কথা।

ইরফান খানের এভাবে হঠাৎ বিদায় মেনে নিতে পারছেন না অভিনেত্রী। তাই অতীতে ফিরে গিয়ে খুঁজে নিচ্ছেন সহ অভিনেতার সাথে কাটানো মুহূর্ত। শনিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সে পিকুর ‘শ্যুটিং’ সেট এ ইরফান খানের সঙ্গে তাঁর একটি ভিডিয়ো পোস্ট করেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে  শ্যুটিং এ কাজের ফাঁকে ব্যাডমিন্টন খেলছেন দীপিকা পাড়ুকোন। সেই ভিডিও পোস্ট করে ক্যাপশনে নায়িকা লেখেন, ফিরে এসো ইরফান!

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

 

View this post on Instagram

 

please come back!? #irrfankhan

A post shared by Deepika Padukone (@deepikapadukone) on

ব্যথিত দীপু তার পোস্টের শেষে পিকু ছবির ‘লমহে গুজর গ্যায়ে, চেহরে বদল গয়ে, হাম থে আনজানি রাহো মে, পল মে রুলা দিয়া, পলমে হাসাকে ফির, রহে গ্যায়ে হাম ভি রাহো মে…’ গানটি লাইনগুলি পোস্ট করেছেন ইরফান খানের উদ্দেশ্যে, সঙ্গে তাঁর আরও একটি ছবি। ইরফানের আত্মার শান্তি হোক এই প্রার্থনা করে ইরফান খানের সঙ্গে একটি ছবিও পোস্ট করেন তিনি।

About Author