জীবনযাপনস্বাস্থ্য ও ফিটনেস

প্লাস্টিকের পাত্রে গরম চা হয়ে উঠছে বিষাক্ত খাবার! সাবধান হন

Advertisement
Advertisement

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : রাস্তার ধারের কোনো চা এর দোকানে চা খেলে সাধারণত প্লাস্টিকের কাপে দেওয়া হয় সেই চা। কিছু ক্ষেত্রে কাগজের কাপে বা কাঁচের গেলাসে। চিকিত্সকদের মতে, প্লাস্টিকের কাপে চা খাওয়া একেবারেই ঠিক নয়। এর থেকে স্বাস্থ্য সংক্রান্ত নানা বিপদ হতে পারে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। জেনে নিন বিস্তারিত-

Advertisement
Advertisement

চিকিৎসকরা বলছেন, এই প্লাস্টিকের কাপে চা খাওয়া বা এমন প্লাস্টিকের সামগ্রীতে কোনো গরম তরল খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এ থেকে অনেক জটিল জটিল রোগের সৃষ্টি হতে পারে। এর থেকে হার্ট, কিডনি, লিভার, ফুসফুস এবং ত্বক মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি, স্তন ক্যানসার হওয়ার আশঙ্কাও থাকে। পুরুষদের ক্ষেত্রে শুক্রানু কমে যাওয়ার আশঙ্কা থাকছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা।

Advertisement

গবেষকরা বলছেন, প্লাস্টিকের মধ্যে থাকা বিসফেনল-এ নামের টক্সিক এক্ষেত্রে বড় ঘাতক হিসেবে কাজ করছে। গরম খাবার বা পানীয় প্লাস্টিকের সংস্পর্শে এলে ওই রাসায়নিক খাবারের সঙ্গে মিশছে। প্লাস্টিকের কাপ বানাতে সাধারণত যে যেব উপাদান ব্যবহার করা হয়, সেগুলি বেশি মাত্রায় শরীরে প্রবেশ করলে ক্লান্তি, হরমোনের ভারসাম্যতা হারানো, মস্তিষ্কের ক্ষমতা কমে যাওয়াসহ একাধিক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। গবেষকদের মতে, এই প্লাস্টিকের কাপ তৈরি করতে ব্যবহৃত পলিভিনাইল ক্লোরাইডকে নরম করা হয় থ্যালেট ব্যবহার করে। আর এই থ্যালেট শরীরে নিয়মিত ঢুকলে শ্বাসকষ্ট, স্থূলতা, টাইপ ২ ডায়াবিটিস, অটিজমের মতো অসুখে আক্রান্ত হতে বেশি সময় লাগেনা। তাই প্লাস্টিকের কাপে চা বা অন্য কোনো গরম পানীয় খাওয়ার ক্ষেত্রে সচেতন হন আরও বেশি।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button