সংকট জনক অবস্থা প্রবাদপ্রতিম ফুটবলার-কোচ পিকে ব্যানার্জির। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হত ৬ই ফেব্রুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তারপর অবস্থা খারাপ হওয়ায় তাকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ১২ দিন তিনি ভেন্টিলেশনে ছিলেন, সেখান থেকে ধীরে ধীরে সাড়াও দিচ্ছিলেন।
কিন্তু সোমবার সন্ধের পর হঠাৎই আবার অবস্থা খারাপ হতে থাকে। রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস তাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন। শনিবার পিকে ব্যানার্জির চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক জানিয়েছিলেন, তাঁর ভেন্টিলেশন সাপোর্ট কমানো হচ্ছে ধীরে ধীরে। কিন্তু সোমবার অবস্থা আরও খারাপ হয়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowনিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পাশাপাশি তার হার্টের সমস্যা, পার্কিনসন সহ স্মৃতি বিভ্রমও হচ্ছিল। সেই জন্যই তাকে ভেন্টিলেশনে রাখা হয়। প্রসঙ্গত কিছুদিন আগেই ফেসবুকে তাঁর মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়েছিল।