Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Pilu: ‘উড়ন্ত বিয়ে’, আহিরের হাতের মালা উড়ে পিলুর গলায়, হয়ে গেল বিয়ে! ভাইরাল ভিডিও

এই মুহূর্তে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক 'পিলু'। ভালোবেসে গান গায় সে। গ্রামের সহজ সাদাসিদে মেয়ে পিলু। ঘটনাচক্রে হঠাৎই গান বাড়িতে উপস্থিত হয়েছিল সে। তার গানের গলা পছন্দ হতেই গুরুজি…

Avatar

এই মুহূর্তে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘পিলু’। ভালোবেসে গান গায় সে। গ্রামের সহজ সাদাসিদে মেয়ে পিলু। ঘটনাচক্রে হঠাৎই গান বাড়িতে উপস্থিত হয়েছিল সে। তার গানের গলা পছন্দ হতেই গুরুজি তার প্রিয় শিষ্য আহিরকে বলে তার গানের দায়িত্ব নিতে। এরপরেই আহির তাকে নিয়ে আসে গান বাড়িতে। সেই থেকেই সে গান শিখছে তার কাছে। তবে এরমধ্যেই একদিন গুরুজির মেয়ে সকলের সামনে তাকে চুরির অপবাদ দেয়। সকলের সামনে অপমানিত হয়ে তার গুরুজি অর্থাৎ আহিরের কাছ থেকে বিদায় নিয়ে সে ফিরে আসে গ্রামে।

সে ফিরে আসার পরেই আহিরের গুরুজি তাকে বলে পিলুকে ফিরিয়ে আনতে। গুরুজির কথা মতো সে যায় তার গ্রামে তাকে ফিরিয়ে আনার জন্য। আর সেখানে গিয়ে সে দেখে গ্রামের টুসু উৎসব চলছে। আর এই উৎসব চলাকালীন কোন এক অপরিচিত মহিলা এসে আহিরের গলায় মালা পরিয়ে দেয়। কিছুটা বিরক্ত হয়েই আহির এই মালা গলা থেকে খুলে ছুঁড়ে ফেলে দেয় যা গিয়ে পরে পিলুর গলায়। এরপরই সেখানে উপস্থিত ঠাকুর মশাই পিলুকে জানায় তার বিয়ে হয়ে গেল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই ঘটনা ঘটার পরেই সে ছুটে যায় বজরঙ্গবলির মন্দিরে। সেখানে গিয়ে সে বজরঙ্গবলিকে জিজ্ঞাসা করে ঠাকুরমশাই যা বলল তা সত্যি কিনা! এরপর সে আরো বলে, যদি সত্যি হয় তাহলে তাকে জানান তিনি একটা ইঙ্গিত দেন অন্তত। এরপরেই ঠাকুরের বেদীতে রাখা আবির লেগে যায় তার মাথায়। কি হবে এরপর? এই বিয়ে কি মানবে আহির? বাড়ির লোকেরাই বা কি সিদ্ধান্ত নেবে? তবে তা দেখার জন্য চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।

সম্প্রতি ধারাবাহিকের এই নতুন প্রোমো ভাইরাল হওয়ার পর থেকেই ট্রোলিং শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। উড়ন্ত মালা দিয়েই বিয়ে হল পিলু’র। এমন ঘটনা দেখার পর থেকেই হাসছে একাধিক নেটজনতা। নেটিজেনদের মধ্যে অনেকেই এই আজগুবি লেখনীর সমালোচনা করেছেন প্রকাশ্যে। অন্যদিকে ধারাবাহিকের অনুরাগীরা চাইছেন তাদের বিয়ে ভালোভাবে হোক। বিয়ের পরেই সে গান বাড়িতে গিয়ে গান শিখুক।

About Author