Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সারদার পর সিবিআইয়ের তদন্তের মুখে পৈলান গ্রুপ, ধৃত কর্নধার অপূর্ব সাহা

কিছুদিন ধরে খবরের শিরোনামে ছিল নারদা এবং সারদাকান্ড। এই দুটি কান্ডের সাথে জড়িত প্রতিনিধিদের নিয়ে জেরা করে সিবিআই। আর এই দুটির রেশ কাটতে না কাটতেই এবারে সিবিআইয়ের হানা পৈলান গ্রুপে।…

Avatar

কিছুদিন ধরে খবরের শিরোনামে ছিল নারদা এবং সারদাকান্ড। এই দুটি কান্ডের সাথে জড়িত প্রতিনিধিদের নিয়ে জেরা করে সিবিআই। আর এই দুটির রেশ কাটতে না কাটতেই এবারে সিবিআইয়ের হানা পৈলান গ্রুপে।

গতকাল, মঙ্গলবার পৈলান গ্রুপের অন্যতম কর্নধার অপূর্ব সাহাকে গ্রেফতার করে সিবিআই। তার বিরুদ্ধে ৫০০ কোটি টাকা তোলার অভিযোগে এদিন তিন ঘণ্টা তাকে জেরা করে সিবিআই। এছাড়াও এই গ্রুপ সংক্রান্ত অন্যান্য বিষয়ে তথ্য গ্রহণের জন্য তদন্ত চালায় সিবিআই। সিবিআই সূত্রে জানা গিয়েছে যে অপূর্ব সাহা এদিন তদন্তে তেমনভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন নি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এছাড়াও এর আগেও চলতি বছরে রিয়াল এস্টেটের নাম করে বাজার থেকে হাজার হাজার কোটি টাকা তোলার অভিযোগে পৈলান গ্রুপের আর এক কর্নধারকে গ্রেপ্তার করে তদন্তে চালায় সিবিআই। গতকাল অপূর্ব সাহার জেরা চলাকালীন সিবিআই গোপন সূত্রে খবর পায় যে অন্যতম কর্নধার পালিয়ে গেছেন তার পরেই সিবিআই শিয়ালদহ স্টেশন চত্বরে হানা দিয়ে গ্রেফতার করে তাকে।

About Author