দেশনিউজ

ভোট মিটতেই জোড় ধাক্কা! লিটার প্রতি পেট্রোল ৫ টাকা বৃদ্ধির সম্ভাবনা

প্রতি লিটার পেট্রোলের দাম ৫.৫ টাকা ও ডিজেলের দাম ৩ টাকা করে বৃদ্ধি করা হবে

Advertisement
Advertisement

পেট্রোল-ডিজেলের অগ্নিমূল্যে কিছুদিন আগে উত্তাল ছিল গোটা দেশ। কিছুদিন আগে বিভিন্ন রাজ্যে নির্বাচন শুরু হওয়ার সময় পেট্রোল-ডিজেলের দাম কিছুটা কমে গিয়েছিল। বাংলায় নির্বাচনের আগে পেট্রোল ও ডিজেলের লিটার প্রতি দাম বেশ কম হয়েছিল।তবে এখন ভারতজুড়ে সমস্ত নির্বাচন শেষ হয়ে গেছে। এমনকি তাদের ফলপ্রকাশও হয়েছে। এই পাচ রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট মিটতে না মিটতে এবার ফের প্রায় রোজ বৃদ্ধি পাচ্ছে লিটারপ্রতি পেট্রোল-ডিজেলের দাম। বিগত তিনদিন দাম বাড়তে দেখে রীতিমতো উদ্বেগে পড়েছে গোটা দেশবাসী।

Advertisement
Advertisement

সম্প্রতি জানা গিয়েছে বেশকিছু শহরে আবারো পেট্রোলের দাম সেঞ্চুরি স্পর্শ করার কাছাকাছি পৌঁছে গিয়েছে। তার মধ্যে আবার জানানো হচ্ছে যে পেট্রোল-ডিজেলের দাম লিটার প্রতি ৫ টাকা করে বৃদ্ধি পেতে পারে। ক্রেডিট সুইসের একটি রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে বেসরকারি সংস্থাগুলো দীর্ঘদিন ধরে ক্ষতি হওয়া থেকে দূরে থাকতে চাই। এই ক্ষতির হাত থেকে বাঁচতে তাদের প্রতি লিটার পেট্রোলের দাম ৫.৫ টাকা ও ডিজেলের দাম ৩ টাকা করে বৃদ্ধি করতে হবে। ভোট চলাকালীন ২ মাস তারা একবারও দাম বাড়ানোর চেষ্টা করেনি। তবে এবার বিগত তিনদিন ধরে তারা দাম বাড়াচ্ছে। গত মঙ্গলবার পেট্রোলের দাম বৃদ্ধি পেয়েছে ১৫ পয়সা, বুধবার ১৯ পয়সা ও বৃহস্পতিবার ২৫ পয়সা। এছাড়া ডিজেলের এক ধাক্কায় দাম বৃদ্ধি পেয়েছে ৬৯ পয়সা। পেট্রোল-ডিজেলের আবার অগ্নিমূল্য দাম ঠাহর করে রীতিমতো উদ্বেগে গোটা দেশবাসী।

Advertisement

আজ দিল্লিতে প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের দাম হল যথাক্রমে ৯০.৯৯ টাকা ও ৮১.৪২ টাকা। কলকাতায় দাম যথাক্রমে ৯০.১৪ টাকা ও ৮৪.২৫ টাকা। মুম্বাইতে পেট্রোল ৯৭.৩৪ টাকা লিটার ও ডিজেল ৮৮.৪৯ টাকা প্রতি লিটার। দাম দেখে বোঝাই যাচ্ছে যে এবার প্রতি লিটারে পেট্রোলের দাম ৫ টাকা করে বৃদ্ধি করলে বিভিন্ন বড় শহরে লিটার প্রতি পেট্রোল কিনতে ১০০ টাকার বেশি খরচ করতে হবে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button