Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ফের ঊর্ধ্বমুখী পেট্রোল-ডিজেলের দাম, কলকাতার বাজার দর জেনে নিন

কলকাতা: আবার বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol-Diesel) দাম। সাধারণ মানুষের দুর্ভোগের পারদ আরও চড়িয়ে বহাল তেলের দরের লাগামহীন দৌড়। আজ, বুধবার (Wednesday) ডিজেল কলকাতায় (Kolkata) লিটার পিছু ৮০ টাকা পেরিয়ে গেল। পেট্রল…

Avatar

কলকাতা: আবার বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol-Diesel) দাম। সাধারণ মানুষের দুর্ভোগের পারদ আরও চড়িয়ে বহাল তেলের দরের লাগামহীন দৌড়। আজ, বুধবার (Wednesday) ডিজেল কলকাতায় (Kolkata) লিটার পিছু ৮০ টাকা পেরিয়ে গেল। পেট্রল পৌঁছে গেল ৮৮ টাকার কাছাকাছি। জ্বালানির দাম দু’-তিন দিন করে স্থির রেখে ফের টানা কয়েক দিন একলাফে অনেকখানি দাম বাড়িয়ে দেওয়ার কৌশল যেন স্পষ্ট।

আর সেই ছক মিলিয়েই আজ কলকাতায় আইওসির পাম্পে পেট্রলের দাম বাড়ল লিটার প্রতি ২৪ পয়সা। ডিজেল ২৫ পয়সা। ফলে পেট্রল কিনতে ক্রেতাকে খরচ করতে হবে লিটারে ৮৭.৬৯ টাকা এবং ডিজেল কিনলে ৮০.০৮ টাকা। কেন্দ্রের কাছে তেলের দামে রাশ টানতে উৎপাদন শুল্ক কমানোর দাবি করা হলেও, এখনও তাতে কান দেয়নি তারা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বরং সরকারের নেতা-মন্ত্রীদের দাবি, বিশ্ব বাজারে অশোধিত তেলের দর এতটাই চড়া যে, দাম বাড়ানো ছাড়া পথ নেই রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির সামনে। ইতিমধ্যেই ট্যাক্সিতে উঠলে বেশি টাকা দিতে হচ্ছে। তেলের দাম নিয়ে প্রতিবাদ-বিক্ষোভে সরব ট্রাক-লরির মালিকেরা। সকলেরই আশঙ্কা, এর ফলে যাতায়াতের খরচ তো বাড়ছেই। পণ্য পরিবহণের খরচ বাড়ায় জিনিসপত্রের দামও চড়তে পারে। যা মানুষের ভোগান্তি আরও বাড়াবে।

About Author