Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নির্বাচনের মুখে পেট্রোল ও ডিজেলের দাম কমলো দেশজুড়ে, জেনে নিন নতুন দাম

নতুন বছরের শুরুতে বাজেট প্রকাশের পর থেকে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির ও সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে রান্নার গ্যাসের দাম। পেট্রোপণ্যের এমন মূল্যবৃদ্ধিতে মাথায় হাত সাধারণ মানুষের। করোনা ভাইরাস প্যানডেমিকের পর এত…

Avatar

নতুন বছরের শুরুতে বাজেট প্রকাশের পর থেকে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির ও সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে রান্নার গ্যাসের দাম। পেট্রোপণ্যের এমন মূল্যবৃদ্ধিতে মাথায় হাত সাধারণ মানুষের। করোনা ভাইরাস প্যানডেমিকের পর এত খরচা ওষ্ঠাগত করে তুলেছে মধ্যবিত্তের জীবনযাত্রা। রাজ্যের দেশের কিছু রাজ্যে পেট্রোলের দাম সেঞ্চুরি ছুঁয়েছে। যেমন পশ্চিমবঙ্গেই পেট্রোলের প্রতি লিটার দাম ৯০ ঢাকার কাছাকাছি। কিন্তু সামনে আসতে চলেছে ৪ রাজ্যে বিধানসভা নির্বাচন। কেন্দ্র সরকারের পেট্রোপণ্যের দাম বৃদ্ধি প্রসঙ্গে ভূমিকায় রীতিমতো ক্ষুব্ধ দেশবাসী। তবে চার রাজ্যের নির্বাচনের আগে বিতর্ক থেকে দূরে থাকতে শেষ মুহূর্তে দেশজুড়ে কিছুটা কমলো পেট্রোল ও ডিজেলের দাম।

চলতি বছরের শুরু থেকে দেশজুড়ে পেট্রোল ও ডিজেলের দাম উল্লেখযোগ্যভাবে কোনদিন কমেনি। কিন্তু গত ২৫ দিন দাম অপরিবর্তিত থাকার পর গোটা দেশজুড়ে প্রতি লিটারে ১৭-২৪ পয়সা দাম কমলো পেট্রোল ও ডিজেলের। আজ অর্থাৎ বুধবার কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম হয়ে দাঁড়িয়েছে ৯১ টাকা ১৮ পয়সা। অন্যদিকে দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ১৮ পয়সা কমে হয়ে দাঁড়িয়েছে ৯৯ টাকা ৯৯ পয়সা। চেন্নাইতে প্রতি লিটার পেট্রোলের দাম কমেছে ২৪ পয়সা। আজ বুধবারে চেন্নাইতে প্রতি লিটার পেট্রোলের দাম ৯২ টাকা ৯৫ পয়সা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অন্যদিকে কলকাতাতে আজ লিটার প্রতি ডিজেলের দাম ১৭ পয়সা কমে নতুন দাম হয়েছে ৮৪ টাকা ১৮ পয়সা। মুম্বাইতে ডিজেলের দাম ১৮ পয়সা কমে প্রতি লিটারের দাম দাঁড়িয়েছে ৮৮ টাকা ২৯ পয়সা। আসলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত পেট্রোপণ্যের দাম কমে যাওয়ায় ভারতে পেট্রোল ও ডিজেলের দাম হ্রাস পেয়েছে বলে মনে করা হচ্ছে। গত ১৫ দিনে অপরিশোধিত তেলের দাম ১০-১৫ শতাংশ কমে গেছে।

About Author