সুশান্তের মৃত্যুর প্রায় দু’মাস হতে চলেছে, এরই মাঝে তাঁর বাবা দাবি করেন সুশান্তের সমস্ত সম্পত্তির উপর অধিকার এখন তাঁর। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই সুশান্ত সিং রাজপুতের সম্পত্তির উপরে নিজের অধিকার নিয়ে বক্তব্য পেশ করেছেন সুশান্তের বাবা কেকে সিং৷
এখনও পর্যন্ত সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ইডির তত্ত্ববধানে রয়েছে। তবে সম্পত্তি প্রসঙ্গে প্রয়াত অভিনেতা সুশান্তের বাবা জানিয়েছেন এখন থেকে তাঁর সন্তানের সম্পত্তির উপরে কোনও কাজ কারবার করার আগে তাঁর থেকে অনুমতি নিতে হবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসুশান্তের সম্পত্তি নিয়ে যাতে কোনরকম নয়ছয় না হয় তাঁর জন্য এমন বক্তব্য পেশ করতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন সুশান্তের বাবা।
পাশাপাশি সুশান্তের তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়াতে সুশান্তের পরিবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে ধন্যবাদ জানিয়েছেন ৷ কঠিন সময়ে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন ৷