নিউজকলকাতা

সুখবর কলকাতাবাসীর জন্য! অবশেষে ছাড়পত্র মিলল জোকা তারাতলা রুটে মেট্রো চালানোর

আগামী তিন মাসের মধ্যে মেট্রো পরিষেবা চালু করার নির্দেশ দিয়েছে কমিশনার অফ রেলওয়ে সেফটি

Advertisement
Advertisement

বছরের একদম শেষের দিকে বড়সড় সুখবর পেলেন কলকাতাবাসীরা। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো চলাচলে অনুমতি মিলল। গতকালই এই রুটে মেট্রো চলাচল করার জন্য অনুমতি দিয়েছে কমিশনার অফ রেলওয়ে সেফটি। তবে অনুমতি মিলেছে কিছু শর্তসাপেক্ষে। এখন একটাই প্রশ্ন যে কবে থেকে শুরু হবে এই জোকা তারাতলা মেট্রোরেল পরিষেবা? জানা গিয়েছে যে সেই সিদ্ধান্ত নেবে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। আপাতত মনে হচ্ছে এই বছরের শেষ থেকেই এই পরিষেবা শুরু হতে পারে।

Advertisement
Advertisement

আপনাদের জানিয়ে রাখি প্রায় এক দশক অপেক্ষা করার পর অবশেষে মিলেছে এই ছাড়পত্র। জোকা তারাতলা রুটে মেট্রো চালানোর জন্য শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছে কমিশনার অফ রেলওয়ে সেফটি। এই প্রসঙ্গে কলকাতা মেট্রো সূত্রে জানানো হয়েছে যে তিন মাসের মধ্যে এই পরিষেবা চালু করতে হবে। এই পরিষেবা চালু হয়ে গেলে উপকৃত হবেন বেহালা, ঠাকুরপুকুর সহ বিচ্ছিন্ন এলাকার মানুষ। জোকা তারাতলা মেট্রো রুটের দৈর্ঘ্য প্রায় সাড়ে ৬ কিলোমিটার। এই রুটে রয়েছে মোট ছয়টি স্টেশন। সেগুলি হল জোকা, ঠাকুরপুকুর, শখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা।

Advertisement

নতুন এই রুটে অত্যাধুনিক সিগন্যালিং ব্যবস্থা এখনো চালু না হওয়ায় আপাতত এক লাইনে একটি ট্রেন গন্তব্যে পৌঁছালে তারপর পরবর্তী ট্রেন ছাড়বে। সম্প্রতি কমিশনার অফ রেলওয়ে সেফটি সমস্ত সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখে এবং মেট্রোর ট্রায়াল রানের পর ছাড়পত্র দিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button