Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Shreyas Iyer: IPL-এ পারফরম্যান্স তলানীতে, ২.৪৫ কোটি টাকার গাড়ি কিনলেন শ্রেয়াস আইয়ার

সদ্যসমাপ্ত আইপিএলের মেগা আসরে একাধিক তরুণ ক্রিকেটার নজর কাড়লেও তীব্র কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে ভারতীয় ক্রিকেটার শ্রেয়াস আইয়ারকে। যে কারণে কলকাতা নাইট রাইডার্স তার ওপর ভরসা রেখেছিলো সেখানেই পুরোপুরি ব্যর্থ…

Avatar

সদ্যসমাপ্ত আইপিএলের মেগা আসরে একাধিক তরুণ ক্রিকেটার নজর কাড়লেও তীব্র কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে ভারতীয় ক্রিকেটার শ্রেয়াস আইয়ারকে। যে কারণে কলকাতা নাইট রাইডার্স তার ওপর ভরসা রেখেছিলো সেখানেই পুরোপুরি ব্যর্থ হয়েছেন শ্রেয়াস আইয়ার। এক কথায় বলতে গেলে আইপিএলের মেগা নিলাম থেকে ১২.২৫ কোটি টাকা দিয়ে কেনা শ্রেয়াস আইয়ার পুরোপুরি ব্যর্থ হয়েছেন আইপিএলের আসরে।

যার কারণে ইতি মধ্যে তীব্র কটাক্ষের শিকার হয়েছেন ভারতীয় ক্রিকেটার। আইপিএলে চরম ব্যর্থতার পর ভারতের তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ার কিনলেন একটি নতুন Mercedes-AMG G 63 4MATIC SUV গাড়ি। এই গাড়ির দাম ২.৪৫ কোটি টাকা (এক্স-শোরুম মূল্য)৷ আর এর পরেই শ্রেয়াস আইয়ারকে রীতিমতো এক হাতে নিয়েছেন ক্রিকেটপ্রেমীরা। “দলের জন্য ফলাফল শুন্য অথচ কোটি টাকার গাড়িতে স্বপ্নপূরণ!”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

যদিও এই গাড়িটি ক্রয় করার পর ল্যান্ডমার্ক কারস মুম্বই লিখেছেন, ‘ভারতীয় ক্রিকেটার মিস্টার শ্রেয়াস আইয়ারকে অভিনন্দন, একটি নতুন মার্সিডিজ-বেঞ্জ জি৬৩-এর জন্য বাড়ি নিয়ে যাওয়ার জন্য৷ অতুলনীয় অফ-রোড এবং অন-রোড ক্ষমতা সহ আমরা আপনাকে স্টার পরিবারে স্বাগত জানাই এবং আশা করি আপনি এই স্টার ড্রাইভিং উপভোগ করেন যতটা আমরা আপনার কভার ড্রাইভ উপভোগ করি।’

আইপিএলের মেগা আসরে শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স মাত্র ছটি ম্যাচে জিতেছে। গতবারের ফাইনালিস্ট চলতি বছর সপ্তম স্থানে নিজেদের আইপিএল যাত্রা শেষ করেছে। অন্যদিকে শ্রেয়াস আইয়ার ব্যাট হাতে দলের জন্য ৩০ গড়ে মাত্র ৪০১ রান করেছেন।

About Author