Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এই গ্রূপের রক্তের মানুষদের করোনা ভাইরাসে সংক্রামিত হওয়ার ঝুঁকি বেশি, জানাল গবেষকরা

এবার করোনা সম্বন্ধে আরেক আশঙ্কার কথা শোনালেন একদল জার্মান বিজ্ঞানী। তাঁদের গবেষণায় উঠে এসেছে আশঙ্কাজনক তথ্য। জার্মানির কিয়েল বিশ্ববিদ্যালয়ের (University of Kiel) কয়েকজন গবেষক সম্প্রতি জানিয়েছেন, যাদের রক্তের গ্রুপ 'A'…

Avatar

এবার করোনা সম্বন্ধে আরেক আশঙ্কার কথা শোনালেন একদল জার্মান বিজ্ঞানী। তাঁদের গবেষণায় উঠে এসেছে আশঙ্কাজনক তথ্য। জার্মানির কিয়েল বিশ্ববিদ্যালয়ের (University of Kiel) কয়েকজন গবেষক সম্প্রতি জানিয়েছেন, যাদের রক্তের গ্রুপ ‘A’ তাঁদের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে। তাঁরা আরও জানিয়েছেন, যাদের রক্তের গ্রুপ ‘A’ তাঁদের অন্যান্য গ্রুপের রক্তের মানুষের থেকে ৫০ শতাংশ বেশি সম্ভাবনা রয়েছে করোনা সংক্রমিত হওয়ার।

জার্মান গবেষকরা জানিয়েছেন, তাঁরা বিভিন্ন বয়েসী ১,৬০০ মানুষ যাদের করোনা সংক্রমণ ঘটেছে এবং ২,২০৫ জন যাদের করোনা সংক্রমণ ঘটেনি তাঁদের উপর পরীক্ষা নিরীক্ষা চালান। ওই ব্যক্তিদের ডিএনএ-র গঠন ও রক্তের গ্রুপ পরীক্ষা করেন। এরপরই তাঁরা এমন সিদ্ধান্তে এসেছেন যেসব ব্যক্তির ব্লাড গ্রুপ ‘A’ তাঁদের করোনা সংক্রমণ হওয়ার ঝুঁকি রয়েছে। এছাড়া যাঁরা কোভিড-১৯ এর দ্বারা আক্রান্ত হয়েছেন তাঁদের বেশিরভাগেরই রক্তের গ্রুপ ‘A’। আর এরফলে তাঁরা মনে করছেন, করোনা সংক্রমণের সঙ্গে রক্তের গ্রুপের কোনো যোগ থাকতে পারে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

গবেষণার পর জার্মান বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, কোভিড-১৯ এ ‘O’ গ্রুপের রক্তের মানুষের সংক্রমিত হওয়ার ঝুঁকি অনেকটাই কম। তাই ‘O’ গ্রপের মানুষের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকটাই কম। কিন্তু এই গবেষণাকে ভিত্তি করে অনেক প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। বিশ্বের অন্যান্য মহলের বিজ্ঞানীরা দাবি করেছেন, যেহেতু জার্মানের কয়েকটি হাসপাতালে করোনার রোগীর উপর এই পরীক্ষা চালানো হয়েছে তাই সেই সিদ্ধান্তের উপর ভিত্তি করে গোটা বিশ্বের করোনা আক্রান্তদের সঙ্গে তা নাও মিলতে পারে। তাই জার্মান গবেষকদের সঙ্গে একমত নন অন্যান্য মহলের বিজ্ঞানীরা।

About Author