দেশভাইরাল & ভিডিও

মানুষ গৃহবন্দি, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে অস্ট্রিচ, দেখে নিন সেই ভাইরাল ভিডিও

×
Advertisement

শ্রেয়া চ্যাটার্জি – সোশ্যাল মিডিয়ায় এমন অনেক কাণ্ডকারখানা দেখা যাচ্ছে, যা পশুরা আগে কোনদিন করতে পারেনি, কারণ মানুষের অত্যাচারে তারা এতদিন বন্দি ছিল, কিন্তু এখন অবস্থাটা ঠিক উল্টে গেছে, মানুষ হয়ে গেছে গৃহবন্দী আর পশুরা হয়ে গেছে মুক্ত। তাইতো কয়েকদিন আগে মুম্বাইয়ের সমুদ্রের ডলফিন, পুরীর সমুদ্র তে হাজার হাজার কচ্ছপের ডিম পাড়া, কিংবা জাপানের একটি পার্কের রাস্তায় সুন্দর ভাবে ঘুরে বেড়াতে দেখা গেল একদল হরিণকে। পশু গুলো বুঝতে পারছেনা যে মানুষরা গেল কোথায়? যে মানুষের দাপাদাপিতে, গলার আওয়াজে এতদিন তারা অতিষ্ঠ হয়ে উঠেছিল, সমুদ্রের কাছাকাছি তারা আসতে ভয় পেত , তারা এখন দিব্যি ঘুরে বেড়াচ্ছে ফাঁকা জায়গা পেয়ে। গোটা বিশ্ব প্রায় লকডাউন। হওয়ার জন্য কার্যত সকলে গৃহবন্দি, তাই রাস্তায় বেরোচ্ছে না যানবাহন, কলকারখানার ধোঁয়া উঠছে না, তাই এমন মনোরম পরিবেশে তারা বেশ আনন্দ পেয়েছে।

Advertisements
Advertisement

এমন ই ছবি সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল হয়েছে, রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে একদল অস্ট্রিচ। তবে ঘুরে বেড়াচ্ছে বললে ভুল হয়, তারা ছুটে বেড়াচ্ছে মনের আনন্দে। ফাঁকা রাস্তা, রাস্তায় একটাও যানবাহন নেই তাই যানবাহনের ধাক্কায় মরে যাওয়ার ভয় নেই, মানুষজনের কোলাহল নেই, কেউ তাদের দেখে তাড়াও করবে না , এমন পরিস্থিতিতে যানবাহন মুক্ত, কোলাহল শুন্য রাস্তাটি একেবারে অস্ট্রিচ দের প্লেগ্রাউন্ড হয়ে উঠেছে।

Advertisements

Related Articles

Back to top button