Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাড়ল পেনশনভোগীদের লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময়সীমা, সুবিধা মিলবে অনলাইনেও

নয়াদিল্লি: পেনশনভোগীদের জন্য সুখবর। সারা দেশে যখন করোনা পরিস্থিতি উদ্বেগজনক, তখন পেনশনভোগীদের জন্য সুখবর আনল কেন্দ্রীয় সরকার। সাধারণত ১ নভেম্বর পেনশনভোগীদের লাইফ সার্টিফিকেট জমা দিতে হয়। কিন্তু সারা দেশে যেহেতু…

Avatar

নয়াদিল্লি: পেনশনভোগীদের জন্য সুখবর। সারা দেশে যখন করোনা পরিস্থিতি উদ্বেগজনক, তখন পেনশনভোগীদের জন্য সুখবর আনল কেন্দ্রীয় সরকার। সাধারণত ১ নভেম্বর পেনশনভোগীদের লাইফ সার্টিফিকেট জমা দিতে হয়। কিন্তু সারা দেশে যেহেতু করোনা পরিস্থিতি মানুষের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে, সেহেতু প্রবীণ নাগরিকদের কথা মাথায় রেখে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময়সীমা বাড়াল কেন্দ্র। শুক্রবার এ কথা কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন।

জানা গিয়েছে, ১ নভেম্বরের মধ্যে নয়। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রবীণ নাগরিকরা লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন। ৮০ বছরের উর্ধ্বে যে সমস্ত নাগরিকরা পেনশনভোগী তালিকায় রয়েছেন, তারাই ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে যে কোনও দিন লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন। শুধু তাই নয়, যে সমস্ত কেন্দ্রীয় সরকারি প্রাক্তন কর্মচারীরা পেনশনভোগীদের আওতায় রয়েছে, তাদের মধ্যে যাদের সশরীরে লাইফ সার্টিফিকেট দিতে যাওয়ার ক্ষমতা হবে না, তাদের ক্ষেত্রে ভার্চুয়ালি এই সার্টিফিকেট জমা দেওয়ার সুবিধা এনেছে কেন্দ্র।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

জানা গিয়েছে, কেন্দ্র সরকারের তরফে পেনশন জারিকর্তাদের ভিডিও বেসড পরিচয় যাচাই করার সম্ভাবনা খোঁজার পরামর্শ দেওয়া হয়েছে ৷ ভিডিও-র মাধ্যমে পেনশনভোগীর পরিচয় যাচাই করা যাবে এবং লাইফ সার্টিফিকেট পাওয়া যেতে পারে ৷ তবে এর জন্য রিজার্ভ ব্যাঙ্কের নিয়মও খেয়াল রাখতে হবে ৷

এবার এক নজরে দেখে নিন অনলাইনে কীভাবে জমা দেবেন ডিজিটাল লাইফ সার্টিফিকেট।…

● ২০১৪ সাল থেকে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সুবিধা নিয়ে এসেছিল ৷ সেক্ষেত্রে আধার নম্বর ও বায়োমেট্রিক ডেটা ব্যবহার করতে হবে

● সবার প্রথমে পেনশভোগীর একটি ইউনিক প্রমাণ আইডি তৈরি করতে হবে ৷ এর জন্য আধার বা বায়োমেট্রিক ব্যবহার করতে হবে৷ প্রথমবার আইডি জেনারেট করার জন্য যে কোনও সিটিজেন সার্ভিস সেন্টার বা পেনশন জারিকর্তার কার্যালয়ে গিয়ে এই কাজটি করা যেতে পারে৷

● পেনশনভোগীদের আধার নম্বর, নাম, মোবাইল নম্বর, পিপিও নম্বর, পেনশন অ্যাকাউন্ট নম্বর ও ব্যাঙ্কের সমস্ত তথ্য জমা দিতে হবে ৷ আধার অথেনটিকেশন পুরো হওয়ার পর রেজিস্টার্ড মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমে প্রমাণ আইডি চলে আসবে ৷ এরপর https://jeevanpramaan.gov.in ওয়েবসাইটে গিয়ে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে।

সুতরাং, করোনা পরিস্থিতির মধ্যে পেনশনভোগীদের জন্য এই ব্যবস্থা নিঃসন্দেহে সুবিধাজনক, তা বলাই যায়।

About Author