প্রকাশ্যে এসেছে বড় খবর। বদলে যাচ্ছে পেনশন তোলার নিয়ম। পেনশন গ্রাহকদের জন্য এই নিবন্ধ খুবই কার্যকরী হতে চলেছে। জানা গিয়েছে, ন্যাশনাল পেনশন সিস্টেমের অধীনে টাকা তোলার নিয়ম বদলে যেতে চলেছে খুব শীঘ্রই। ইতিমধ্যেই একথা জানিয়েছে পিএফআরডিএ (পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভালপমেন্ট অথারিটি)। এক্ষেত্রে পিএফআরডিএ এনপিএসের অধীনে টাকা তোলার বিষয়ে ‘পেনি ড্রপ’ বাধ্যতামূলক করেছে। এটি অর্থ স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করবে গ্রাহকদের সুবিধার্থে।
পেনি ড্রপ-
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএটি একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বৈধতা যাচাই করা হয়ে থাকে। এক্ষেত্রে অল্প পরিমাণ টাকা বিনিয়োগ করা যায়। এই প্রক্রিয়ার উপর ভিত্তি করেই নামের সাথে মিল রেখে ‘পরীক্ষা লেনদেন’এর বিষয়টি যাচাই করা হয়ে থাকে। উল্লেখ্য, পিএফআরডিএ-এর সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুযায়ী, মিলিয়ে নাম রাখা, প্রত্যাহারের আবেদন করা ও গ্রাহকদের অ্যাকাউন্টের বিবরণ সংশোধন করার জন্য এই প্রক্রিয়াকে সফল করতে হয় শুরুতেই।
পেনি ড্রপ প্রক্রিয়ার অধীনে দেখা হয় সিআরএর (কেন্দ্রীয় রেকর্ড কিপিং এজেন্সি) ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্টের আসল এবং সক্রিয় অবস্থা। যেকোনো ধরনের পেনশন যোজনার ক্ষেত্রে এই প্রক্রিয়াটি বৈধ। এই প্রক্রিয়াটি যেকোনো পেনশন গ্রাহকদের ব্যাঙ্কের বিবরণ পরিবর্তনের ক্ষেত্রে প্রযোজ্য হবে।