Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পেনশনভোগীদের জন্য বড় খবর, এবারে বাড়তে পারে আপনাদের মাসিক পেনশন

লাখ লাখ পেনশন ভোগীর জন্য বড় খবর। এবারে কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংস্থাটি তাদের জন্য একটা বড় আপডেট নিয়ে হাজির হয়েছে। এই সুখবর তাদের একাউন্টে আসা কর্মচারী পেনশন প্রকল্পের পেনশন নিয়ে…

Avatar

লাখ লাখ পেনশন ভোগীর জন্য বড় খবর। এবারে কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংস্থাটি তাদের জন্য একটা বড় আপডেট নিয়ে হাজির হয়েছে। এই সুখবর তাদের একাউন্টে আসা কর্মচারী পেনশন প্রকল্পের পেনশন নিয়ে জারি করা হয়েছে। ইপিএফও একটি নতুন সার্কুলার জারি করেছে যে পেনশনভোগীদের মাসের শেষে কার্য দিবসে পেনশন দেওয়া হবে। অর্থাৎ এখন থেকে যারা ইপিএস সুবিধা পাচ্ছেন তাদের আর পেনশনের জন্য মাসের ১ বা ২ তারিখের জন্য অপেক্ষা করতে হবে না। তার আগেই পেনশন পেয়ে যাবেন তারা।

এখন কর্মচারী পেনশন প্রকল্পের অধীনে বেতনের মতো পেনশন পাওয়া যাবে এবং প্রতি মাসের শেষ তারিখে পেনশন ভোগীর একাউন্টে পেনশন পৌঁছে দেওয়া হবে। আপনাদের জানিয়ে রাখি এখনো পর্যন্ত কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংস্থার নিয়ম অনুসারে মাসের প্রথম কার্য দিবসে একাউন্টের পেনশনের পরিমাণ জমা হতো। তবে এখন সেটা পরিবর্তন করা হয়েছে। মিডিয়া রিপোর্ট অনুসারে কর্মচারী ভবিষ্যৎ তহবিল সংস্থার জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পেনশন বিভাগ দ্বারা একটি পর্যালোচনা করা হয়েছে এবং আরবিআই এর নির্দেশ অনুসারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সমস্ত ফিল্ড অফিসার পেনশন বিভাগে মাসিক বিআরএস জমা দেবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এম্প্লয় পেনশন স্কিম প্রকল্পে সময়মতো পেনশনভোগীদের একাউন্টে টাকা জমা করা হয়ে থাকে। কর্মচারী ভবিষ্যৎ নিধি তহবিল সংস্থা তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে এই আদেশগুলি অত্যন্ত কঠোরভাবে অনুসরণ করতে হবে এবং এর পাশাপাশি সমস্ত অফিসকে তাদের এখতিয়ারে থাকা ব্যাংকগুলিতে এই নির্দেশিকা অনুসরণ করার নির্দেশনা পাঠাতে হবে বলে জানানো হয়েছে। এছাড়াও কর্মচারী ভবিষ্যৎ তহবিল সংস্থার পেনশনভোগীর একাউন্টে টাকা স্থানান্তরের দুদিন আগে এই পুরো টাকা ব্যাংকগুলিকে দিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছে সংস্থা। ফলে কোনরকম কোন সমস্যা হবে না পেনশনের নিয়মে

About Author