১৯৭৮ সালের বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফুটবলার মারিও কেম্পেসের মারাদোনার সতীর্থ ছিলেন। ১৯৭৮ সালে লুকে ও কেম্পেসের জুটি আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছিল। তার চার বছর পর আর্জেন্টিনার জার্সি পরে খেলার মাঠে রাজ করতে নামেন মারাদোনা। তখন কেম্পেসের তার সতীর্থ হিসেবে ফুটবল খেলত। সেই কেম্পেসের ট্যুইট করে বলেছেন, “আমাদের ছেড়ে আজ চলে গেল দিয়াগো মারাদোনা। ওর পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই। ফ্লাই হাই দিয়াগো।”Reports from Argentina that Diego Armando Maradona has died. By some distance the best player of my generation and arguably the greatest of all time. After a blessed but troubled life, hopefully he’ll finally find some comfort in the hands of God. #RipDiego
— Gary Lineker (@GaryLineker) November 25, 2020
ফুটবল জগতের আরেক কিংবদন্তি পেলে তার বন্ধুর মৃত্যু সংবাদ শুনে রীতিমতো স্তম্ভিত। তিনি টুইট করে বলেছেন, “আমি আজ আমার এক বন্ধু এবং বিশ্ব কিংবদন্তিকে হারালাম। এখনো একসাথে অনেক কথা বাকি ছিল। আমি আশা করি, একদিন আমরা একসাথে আকাশে আবার ফুটবল খেলতে পারব।” সেই সাথে তিনি ভগবানের কাছে প্রার্থনা করেছেন যাতে দিয়াগোর পরিবার ব্যাপারটা কাটিয়ে উঠতে শক্তি পায়।Se fue un grande del Futbol Argentino Diego Armando Maradona nos ha dejado el día de, a través de este medio quiero hacer llegar mis más sentidas palabras de condolencias para todos sus familiares y amigos .
— Mario Kempes (@ESPNMarioKempes) November 25, 2020
Vuela alto Diego , QEPD. pic.twitter.com/dR5JrzREJ1
১৯৯৪ সালের বিশ্বকাপের ব্রাজিলের মহানায়ক ছিলেন রোমারিও। তিনি তার বন্ধু মারাদোনার মৃত্যুতে শোকজ্ঞাপন করে টুইট করেছেন, “আজকে আমার বন্ধু আর এই পৃথিবীতে নেই। মারাদোনা তুমি কিংবদন্তি ছিলে, আছ ও থাকবে। তুমি ফুটবল খেলা দিয়ে গোটা দুনিয়ার মানুষের মন জয় করেছিলে।”Que notícia triste. Eu perdi um grande amigo e o mundo perdeu uma lenda. Ainda há muito a ser dito, mas por agora, que Deus dê força para os familiares. Um dia, eu espero que possamos jogar bola juntos no céu. pic.twitter.com/6Li76HTikA
— Pelé (@Pele) November 25, 2020
বর্তমান প্রজন্মের তারকা ফুটবলার ফ্রান্সের কিলিয়ান এমবাপে। তিনি লেজেন্ড ফুটবলারকে শ্রদ্ধাজ্ঞাপন করতে টুইট করেছেন, “ফুটবলের ইতিহাসে আপনার নাম চিরকালের মতো সোনার অক্ষরে লেখা থাকবে। গোটা বিশ্বকে তুমি যেমন ভাবে তোমার খেলার মাধ্যমে আনন্দ দিয়েছো, তা সবাই মনে রাখবে।”Meu amigo se foi. Maradona, a lenda! O argentino que conquistou o mundo com a bola nos pés, mas também por sua alegria e personalidade única. Já disse algumas vezes, dos jogadores que vi em campo, ele foi o melhor. pic.twitter.com/Z9LOM7ZAVj
— Romário (@RomarioOnze) November 25, 2020
এছাড়া বর্তমান প্রজন্মের জার্মান প্রফেশনাল ফুটবলার মেসিউট ওজিল কিংবদন্তির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি টুইট করে লিখেছেন, “খবরটা অত্যন্ত দুঃখজনক। ফুটবল জগতের ১০ নম্বর জার্সি তোমায় খুব মিস করবে। ফুটবলপ্রেমী সহ গোটা বিশ্ব তোমার মৃত্যুতে শোকাহত। রেস্ট ইন পিস।”RIP Legend.
— Kylian Mbappé (@KMbappe) November 25, 2020
You will stay in the history of football forever. Thanks you for all the pleasure you gave to the whole world 🙌🏽🙏🏽❤️
AÏE AÏE AÏE F*CKING 2020 😭😭😭 pic.twitter.com/8xc1CDKDg2
Very sad news. One of the best No. 🔟 the world of football has ever seen has passed away. You will be missed, legend. 🇦🇷💔 Rest in peace. pic.twitter.com/M8HBmPoFbD
— Mesut Özil (@M10) November 25, 2020