ব্রাজিল: আন্তর্জাতিক ফুটবলের দরবারে ১০০ গোলের নতুন মাইলস্টোন ছুঁলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি হলেন বিশ্বের দ্বিতীয়তম ফুটবলার যিনি ১০০ গোলের মাইলস্টোন খেয়েছেন। প্রথম ১০০ গোলের মাইলস্টোন যিনি ছুঁয়েছিলেন, তিনি হলেন ইরানের আলি দেই। আর তাই সিআর সেভেন কে শুভেচ্ছা বার্তা দিয়েছেন কিংবদন্তি ফুটবলার পেলে।
রোনাল্ডোকে কিংবদন্তি ফুটবলার পেলে অভিনন্দন জানিয়ে টুইট করে লিখেছেন, ‘ভেবেছিলাম আমরা ১০০ গোল উদযাপন করব। কিন্তু এটা ১০১। নতুন উচ্চতায় ওঠার জন্য তোমাকে অভিনন্দন ক্রিশ্চিয়ানো।’ এভাবেই তিনবারের বিশ্বকাপজয়ী ফুটবলারকে অভিনন্দন জানিয়েছেন পেলে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপ্রসঙ্গত, মঙ্গলবার রাতে উয়েফা নেশনস লিগের ম্যাচে সুইডেনের বিরুদ্ধে প্রথমার্ধের শেষ লগ্নে বক্সের ২৫ গজ দূর থেকে ট্রেডমার্ক ফ্রি কিক থেকে গোল করে ম্যাজিক মাইলস্টোন ছুঁয়েছেন রোনাল্ডো। তবে এখানেই তিনি থেমে থাকেননি। ৭২ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করে ১০১ গোল একই ম্যাচে করে ফেলেন তিনি।