Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লকডাউনে নেই মানুষের আনাগোনা, রাস্তা অবরোধ করে দাঁড়ালো ময়ূরের দল

করোনা সংক্রমণে জর্জরিত গোটা বিশ্ব। পরিস্থিতি সামাল দিতে নাজেহাল উন্নত শ্রেণীর দেশগুলিও। বর্তমানে লকডাউন চলছে বেশিরভাগ দেশে। ফলে ব্যাহত হয়েছে স্বাভাবিক জীবনযাত্রা। পরিবেশের দূষণ কমে গেছে অনেকটাই। প্রকৃতি ফিরে পাচ্ছে…

Avatar

করোনা সংক্রমণে জর্জরিত গোটা বিশ্ব। পরিস্থিতি সামাল দিতে নাজেহাল উন্নত শ্রেণীর দেশগুলিও। বর্তমানে লকডাউন চলছে বেশিরভাগ দেশে। ফলে ব্যাহত হয়েছে স্বাভাবিক জীবনযাত্রা। পরিবেশের দূষণ কমে গেছে অনেকটাই। প্রকৃতি ফিরে পাচ্ছে নিজের আসল রূপ। রাস্তাঘাটে মানুষের আনাগোনা কমতেই দেখা মিলছে প্রায় বিলুপ্ত হতে থাকা প্রাণীদের। শুধু তাই নয় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই মুহূর্তে ভাইরাল হচ্ছে সেগুলি।

বম্বে আইআইটি সংলগ্ন এলাকায় বস্তির বাড়িতে হরিণ ঢুকে যাওয়া, ব্যারাকপুর এর মত ঘনবসতিপূর্ণ জায়গায় ময়ূরের দেখা, ওড়িশার একাধিক বিচে অলিভ রিডল থেকে নাভি মুম্বাইয়ে গোলাপি ফ্লেমিঙ্গো সব দৃশ্যগুলোই নজর কেড়েছে সাধারণ মানুষের।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ঠিক এরকমই আরও একটি বিরল দৃশ্য দেখা গিয়েছে। আইএফএস আধিকারিক পরভিন কাসওয়ানের ট্যুইট করা একটি ভিডিওতে দেখা যায়, জঙ্গলের মধ্যেকার রাস্তা দিয়ে এগিয়ে চলেছে একটি গাড়ি যার সামনে পেখম মেলে রয়েছে শ’য়ে শ’য়ে ময়ূর। গাড়ি দেখেই কর্কশ গলায় অস্থির করে তুলেছে তারা। রীতিমতো রাস্তা অবরোধ করে রেখেছে। এরপর গাড়ি এগিয়ে নিয়ে গেলে ধীরে ধীরে জঙ্গলে ঢুকে যায় প্রত্যেকে।

ভিডিওটি পোস্ট করতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেটি। হাজার হাজার লাইকের সাথে সাথে কমেন্ট করেছেন বহু মানুষ। একজন কমেন্টে লিখেছেন, “এরকম জ্যাম ঘন্টার পর ঘন্টা থাকলেও কোনো আপত্তি নেই । আসলেই দারুণ ট্রাফিক জ্যাম।” যদিও ভিডিওটি কোন এলাকার তা জানা যায়নি তবে এটি বিনোদ শর্মার কাছ থেকে পাওয়া বলে উল্লেখ করেছেন ওই আইএফএস আধিকারিক।

About Author