ভাইরাল & ভিডিওবিনোদন

দুটি গরুর সামনে ডানা মেলে নাচ করলো ময়ূর, ভিডিও দেখে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা বললেন, এতো পুরো কৃষ্ণের গ্রামের দৃশ্য!

ভিডিওটি এখন ইনস্টাগ্রামে অনেকের কাছেই বৈকুণ্ঠের ভিডিও হিসাবে পরিচিত হতে শুরু করেছে

Advertisement
Advertisement

মাঝেমধ্যে আমাদের আশেপাশের পরিবেশে এমন কিছু দৃশ্য দেখা যায় যা দেখে মন একেবারে খুশি হয়ে যায়। গ্রামের মাঝখানে গরু চরতে দেখা কিংবা সন্ধ্যায় ময়ূরের মিষ্টি ডাক শোনা, সবকিছুই যেন প্রকৃতিতে একটা আলাদা সৌন্দর্য যোগ করে। এই মুহূর্তগুলো আমাদের শহরের যানবাহনের থেকে অনেক বেশি শান্তি দেয় আমাদের। এমনই একটি নতুন ভিডিও ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়েছে যেখানে একটি গরু এবং একটি ময়ূরের মধ্যে একটা অসাধারণ বন্ধুত্বের সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি। খুব কম লোকই এখনো পর্যন্ত এই ভিডিওটি দেখেছেন। এই ভিডিওটির কমেন্ট সেকশনে অনেকে এটাকে বৈকুন্ঠের দৃশ্য বলেও উল্লেখ করছেন। চলুন তাহলে ভিডিওটির ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Advertisement
Advertisement

শহর হলো উন্নয়ন, গ্রাম হলো রত্ন

হৃদয়ে আনন্দদায়ক এই ভিডিওতে দেখা যাচ্ছে দুটি গরু এবং একটি ময়ূর একসাথে একে অপরের সাথে খেলছে। গ্রামের মাঠের মধ্যে এই দৃশ্যে গরুর সামনে ডানা মেলে নাচ করছে ময়ূর। গরু তাকে উত্যক্ত করার চেষ্টা করলে সে সেখান থেকে ডানা মেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। গরু ও ময়ূরের এই যুগলবন্দী মানুষের কাছে বেশ পছন্দ হয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে মানুষ এই ভিডিও নিয়ে ভালো ভালো মন্তব্য করছেন। ভিডিওটি @cowsblike নামের একটি instagram একাউন্ট থেকে শেয়ার করা হয়েছে, যার ক্যাপশনে তিনি লিখেছেন- নজর না লাগে কিসি কো।

Advertisement

কমেন্ট বক্স ভরিয়ে দিচ্ছেন দর্শকরা

মন্তব্য বিভাগটি ভালোভাবে দেখলেই বোঝা যাবে, এই দৃশ্য দেখে ব্যবহারকারীরা মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছেন। একজন ব্যবহারকারী লিখেছেন – স্ক্রল করতে করতে যেনো এক আর দ্বাপর যুগে প্রবেশ করে গেলাম। অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, এখানে ময়ূরও আছে, মা গরুও আছে, আর কানহাও নিশ্চয়ই কোথাও নিজের বাঁশি বাজাচ্ছে। তৃতীয় ব্যবহারকারী লিখেছেন – চোখ বন্ধ করুন এবং অনুভব করুন যেন শ্রী কৃষ্ণ তাঁর বাঁশি বাজাচ্ছেন। সুন্দর এই রিলটি এখন পর্যন্ত ১ কোটি ১৪ লাখ ভিউ পেয়েছে। ২১ লাখেরও বেশি মানুষ এটি পছন্দ করেছেন।

Advertisement
Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Cowsblike (@cowsblike)

Related Articles

Back to top button