ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

PayTM: রাখির আগেই শুরু হয়ে গেল পেটিএম ট্রাভেল সেল, বাস-ট্রেন-ফ্লাইটের টিকিট বুকিংয়ের ক্ষেত্রে পাবেন বিশাল ডিসকাউন্ট

পেটিএম সম্প্রতি চালু করেছে তাদের নতুন ফ্রিডম ট্রাভেল কার্নিভাল

×
Advertisement

রাখির ঠিক আগে PayTm প্ল্যাটফর্মে এবারে চলে এলো বিমান ট্রেন এবং বাস ভ্রমণের টিকিটের বিশেষ ছাড়ের সুবিধা। পেটিএম ঘোষণা করে দিয়েছে ফ্রিডম ট্রাভেল কার্নিভাল। ১ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত চলবে এই কার্নিভাল। টিকিট বিক্রয়ের সময়ে পেটিএম ব্যবহারকারীরা ফ্লাইট ট্রেন এবং বাসের টিকিট বুকিং এর ক্ষেত্রে দারুন ছাড় পেতে পারেন। এর পাশাপাশি স্বাধীনতা দিবসে তাদের ভ্রমণে অর্থ সাশ্রয় করতে পারেন তারা।

Advertisements
Advertisement

Paytm বর্তমানে আরবিএল ব্যাংক এবং আইসিআইসিআই ব্যাংকের মাধ্যমে বুক করা টিকিটের ক্ষেত্রে ১৫ শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিচ্ছে। এ পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইটের টিকিটে ১০ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। ইন্ডিগো, ভিস্তারা, spice জেট, এয়ার এশিয়া, আকাসা এয়ার এবং এয়ার ইন্ডিয়ার সাথে অংশীদারিত্ব করেছে পেটিএম। এর ফলে ব্যবহারকারীদের টিকিট বুকিংয়ে আরো সুবিধা দেওয়া হবে। ছাত্র, প্রবীণ নাগরিক এবং সশস্ত্র বাহিনীর কর্মীদের জন্যও বিশেষ ডিসকাউন্ট অফার করে থাকেপেটিএম।

Advertisements

তার পাশাপাশি বাসের টিকিট বুকিং এর ক্ষেত্রেও ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন। CRAZYSALE কোড ব্যবহার করে বাসের টিকিটের ক্ষেত্রে ২৫ শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন। নির্বাচিত অপারেটরগুলিতে ২০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যায়। ২৫০০টিরও বেশি বাস অপারেটরের সঙ্গে সর্বনিম্ন মূল্যের গ্যারান্টি অফার করছে পেটিএম। ইউপিআই এর মাধ্যমে বুক করার ট্রেনের টিকিটের উপর কোন চার্জ ধার্য করবে না পেটিএম কর্তৃপক্ষ। ব্যবহারকারীরা সহজেই পেটিএম অ্যাপ্লিকেশনে তাদের বুকিং এর পিএনআর স্ট্যাটাস চেক করতে পারবেন। এর পাশাপাশি রিয়েল টাইম ট্রেন ট্র্যাকিং নিরীক্ষণ করতে পারবেন তারা। তার পাশাপাশি ট্রেনের টিকিট বুক করার ক্ষেত্রে বাতিলকরন নীতিও রয়েছে পেটিএমের।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button