প্রসঙ্গত,কিছুদিন আগে পায়েল একটি হলুদ রঙের পোশাকে তাঁর ছবি শেয়ার করেছিলেন। এই ছবির কারণে তাঁকে সোশ্যাল মিডিয়ায় ট্রোল হতে হয়েছিল। বেডশিটে মোড়া এই ছবিটি পায়েল শেয়ার করার পর নেটিজেনদের একাংশ জানিয়েছেন,তাঁরা নতুন মুখ দেখতে চাইছেন।
সেলিব্রিটিরা ইদানিং খবরের শিরোনামে থাকার জন্য সোশ্যাল মিডিয়াকে বেছে নিয়েছেন। কিন্তু অনেকেই বুঝতে পারছেন না, আনলক পর্বে নিজেকে নেটিজেনদের কাছে পৌঁছে দেওয়ার হাজারো রাস্তা আছে।পায়েলের মত বহু সেলিব্রিটি নিত্যনতুন ফটোশুট করে তা শেয়ার করছেন নেটিজেনদের সাথে। কিন্তু পায়েলের পোর্টফোলিও-তে এই মুহূর্তে শুধুই স্বল্প পোশাকে হট ছবি থাকার জন্য সবসময় নেটিজেনদের কাছে তা গ্রহণযোগ্য হচ্ছে না।