Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

প্রেম জমে ক্ষীর! লন্ডনের রাস্তায় অরুনিতার হাত ধরে রোমান্টিক মুহূর্ত কাটাচ্ছেন পবনদীপ

আজকাল প্রত্যেকের মুখে মুখে পবনদীপ রাজন এবং অরুনিতা কাঞ্জিলালের নাম। এই জুটির নাম জানেনা এমন মানুষের সংখ্যা হয়তো খুবই কম হবে। কিছুদিন আগেই শেষ হয়েছে জনপ্রিয় রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডল…

আজকাল প্রত্যেকের মুখে মুখে পবনদীপ রাজন এবং অরুনিতা কাঞ্জিলালের নাম। এই জুটির নাম জানেনা এমন মানুষের সংখ্যা হয়তো খুবই কম হবে। কিছুদিন আগেই শেষ হয়েছে জনপ্রিয় রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডল সিজন ১২। এতে প্রথম স্থান অধিকার করেছিলেন উত্তরাখণ্ডের ছেলে পবনদীপ রাজন এবং দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন বাংলার মেয়ে অরুনিতা কাঞ্জিলাল। শো শেষ হয়ে যাওয়ার পরও তাঁদের জনপ্রিয়তা এখনও একবিন্দুও কমেনি। বরং বলা যেতে পারে নেটিজেনরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কবে আবার তারা এই জুটিকে একসাথে মঞ্চে দাঁড়িয়ে গান গাইতে শুনবেন। এছাড়া ‘অরুদীপ’ জুটির কেমিস্ট্রি সোশ্যাল মিডিয়াতে অধিক চর্চিত একটি বিষয়।

রিয়েলিটি শো শেষ হয়ে যাওয়ার পর থেকে পবনদীপ এবং অরুনিতা একাধিক জায়গায় গিয়ে স্টেজ প্যারফর্ম করেছেন। বলা বাহুল্য, প্রত্যেকটির ভিডিও চোখের পলকে ব্যাপক ভাইরাল হয়েছে ইন্টারনেটের আনাচে-কানাচে। এছাড়াও এই জুটি একসাথে বেশ কয়েকটি মিউজিক ভিডিও শুটিংয়ের কাজ করছেন। নেটিজেনদের একাংশের দৃঢ় বিশ্বাস যে পবনদীপ ও অরুনিতা, প্রেমিক প্রেমিকা। কিন্তু তাঁরা তা সকলের সামনে লুকিয়ে চলছে। এই নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে ইন্টারনেটের দুনিয়াতে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে বারংবার সরাসরিভাবেই দুজন তাঁদের প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করেছেন। তাঁরা স্পষ্ট জানিয়েছেন যে তারা একে অপরের ভালো বন্ধু এবং একসাথে কাজ করতে চান। তবে সম্প্রতি লন্ডনের রাস্তায় এই জুটির একটি মিষ্টি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হচ্ছে। আসলে, পবনদীপের মিউজিক ভিডিও ‘ইয়াদ’এর শুটিং চলছে লন্ডনে। সেখানেই বিহাইন্ড দ্য সিন একটি ফুটেজে দেখা গিয়েছে অরুনিতার হাত ধরে শুটিং ক্রুদের সাথে লন্ডনের রাস্তায় হাঁটছেন।

পবনদীপ এবং অরুনিতার এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে আসতেই তা নিমেষের মধ্যে ব্যাপক ভাইরাল হয়েছে। অগুনতি মানুষ ভিডিওটি দেখেছেন এবং রীতিমতো কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন। সিংহভাগ কমেন্ট করে জানিয়েছেন যে এই জুটিকে একসাথে দেখতে বেশ সুন্দর লাগছে। তো কেউ আবার কমেন্ট করে বলেছেন “পারফেক্ট কাপেল”। তো কারুর মতে, “বিদেশে গিয়ে লুকিয়ে প্রেম হচ্ছে!” এছাড়াও ১০ হাজারের বেশি মানুষ ভিডিওটি লাইক করেছেন।

About Author