Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Pawandeep-Arunita: আইনি ঝামেলায় অরুনিতা ও পবনদীপ, চিন্তিত তাদের ভক্তরা

গতবছর 'ইন্ডিয়ান আইডল' চলার সময় থেকেই মিডিয়াতে চর্চায় রয়েছেন পবনদীপ ও অরুনিতা। কোনো না কোনো কারণে তাদের চর্চায় থাকতে দেখা যায়। খুব অল্পসময়ের মধ্যেই এই দুই তরুণ সঙ্গীতশিল্পী নিজেদের কণ্ঠস্বরের…

Avatar

গতবছর ‘ইন্ডিয়ান আইডল’ চলার সময় থেকেই মিডিয়াতে চর্চায় রয়েছেন পবনদীপ ও অরুনিতা। কোনো না কোনো কারণে তাদের চর্চায় থাকতে দেখা যায়। খুব অল্পসময়ের মধ্যেই এই দুই তরুণ সঙ্গীতশিল্পী নিজেদের কণ্ঠস্বরের জোরে মোহিত করেছেন বহু শ্রোতাদের। দেশ থেকে বিদেশ সমস্ত জায়গাতেই ছড়িয়ে রয়েছে তাদের ভক্তরা। বিদেশের মাটিতেও তাদের অনুরাগীর সংখ্যা নেহাত কম নেই। তবে সম্প্রতি এই দুই তরুণ সঙ্গীতশিল্পীর কাছে আইনি হলফনামা গিয়েছে। এই খবর জানাজানি হওয়ার পর থেকেই চিন্তিত তাদের অগণিত ভক্তরা।

এবার প্রশ্ন হল, এই দুই সোশ্যাল মিডিয়ার সেনসেশনের কাছে হঠাৎ আইনি হলফনামা কেন? ইন্ডিয়ান আইডল চলাকালীনই ‘অক্টোপাস এন্টারটেনমেন্ট’এর সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন অরুনিতা ও পবনদীপ। চুক্তিতে ছিল তারা ২০’টি সঙ্গীত নির্মাতাদের সাথে রোমান্টিক গানের ভিডিও শুট করবেন অক্টোপাস এন্টারটেনমেন্টের হয়ে। কিন্তু তারা বেশ কিছু সময় ধরে সহযোগিতা না করায় অক্টোপাস এন্টারটেনমেন্টের তরফ থেকে তাদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আনা হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

পবনদীপ ও অরুনিতা অসহযোগিতা করায় অক্টোপাস এন্টারটেনমেন্ট ‘ইন্ডিয়ান মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনের দ্বারস্থ হয়েছে। আর তারপরই এই দুই তরুণ সঙ্গীতশিল্পীর কাছে আদালতের তরফ থেকে এসেছে আইনি হলফনামা। সম্প্রতি এই খবর রীতিমতো ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সকলের মধ্যে। আর এই খবর জানাজানি হওয়ার পর থেকেই এই দুই তরুণ সঙ্গীতশিল্পীর অগণিত ভক্তরা রীতিমতো চিন্তিত হয়ে পড়েছেন তাদের প্রিয় গায়ক-গায়িকাকে নিয়ে।

বর্তমানে অরুনিতা ও পবনদীপ ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত সঙ্গীতশিল্পী। প্রায়ই দেশ-বিদেশের মাটিতে লাইভ পারফর্ম্যান্স করতে দেখা যায় তাদের। বর্তমানে সম্ভবত তারা রেলিজ, নর্থ কারলোলীনাতে কাজের সূত্রে রয়েছেন। তবে আইনি হলফনামা পাওয়ার পর তাদের পরবর্তী পদক্ষেপ কী হবে! তা অবশ্য এখনও জানা সম্ভব হয়নি। তবে এই প্রসঙ্গ নিয়ে তাদের অনুরাগীদের মাঝে এখন চর্চা তুঙ্গে।

About Author