ভোজপুরিবিনোদনভাইরাল & ভিডিও

“সব ধন খাই জানা হো” গানে শিখা মিশ্রর সঙ্গে দুর্দান্ত পারফরমেন্স পবন সিংয়ের, ভাইরাল ভিডিওটি দেখুন

এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে

Advertisement
Advertisement

ভোজপুরি গান এখন শুধু ইউপি এবং বিহারে নয়, সারা ভারতেই খুবই পছন্দ করা হয়। শুধু তাই নয়, এখন বিদেশেও এসব গানের চাহিদা রয়েছে। সেখানকার লোকেরাও ভোজপুরি তারকা এবং তাদের গান খুব পছন্দ করে। এছাড়াও পবন সিং এবং খেসারি লালের মতো তারকারাও দেশ জুড়ে প্রচুর ভালবাসা পান। একেবারে বলিউড তারকাদের মতোই তাদেরও একটা বিরাট বড় ফ্যানবেস তৈরি হয়েছে। সবমিলিয়ে এই ইন্ডাস্ট্রি এখন ব্যাপকভাবে গ্রো করতে শুরু করেছে।

Advertisement
Advertisement

ভাইরাল পবনের এই নতুন গান

ভোজপুরি সিনেমার জনপ্রিয় তারকা পবন সিং তার নতুন গান ‘সব ধন খাই জানা হো’ দিয়ে আবারও তোলপাড় ফেলে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ‘ধড়কান’ সিনেমার এই গানটি ইতিমধ্যেই ইউটিউবে ১০ মিলিয়ন ভিউ পেরিয়ে গিয়েছে। শিখা মিশ্রের সঙ্গে পবন সিংয়ের এই রোমান্টিক গানটিতে দুজনে মিলেই রীতিমতো আগুন জ্বালিয়েছেন সোশ্যাল মিডিয়ায় ময়দানে। গানটিতে পবন সিং এবং ইন্দু সোনালির কণ্ঠ এবং ছোট বাবার সুর সবাইকে মাত করে দিয়েছে। মনোজ মতলবীর কথায় লেখা এই গানটি ইতিমধ্যেই ভোজপুরি সিনেমার অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

Advertisement

নেটিজেনরা করছেন ব্যাপক প্রশংসা

সোশ্যাল মিডিয়ায় এই গানটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে নেটিজেনরাও প্রশংসায় পঞ্চমুখ। অনেকেই পবন সিংয়ের অভিনয় এবং গানের সুরকে প্রশংসা করেছেন। একজন নেটিজেন লিখেছেন, “পবন সিং একজন সেরা অভিনেতা। একেবারে ন্যাচারাল অভিনয় করেন পবন রাজা।” আরেকজন লিখেছেন, “ভোজপুরি সুপারস্টার পবন সিং।” আরেকজন ব্যবহারকারী লিখেছেন, “ভাই পুরা গরদা উড়া দিয়া।” পবন সিংয়ের এই নতুন গানটি ভোজপুরি সিনেমার জনপ্রিয়তার আরো একবার প্রমাণ। তাঁর অভিনয় এবং গানের কারণে তিনি ভোজপুরি সিনেমার একজন অন্যতম জনপ্রিয় তারকা হয়ে উঠেছেন।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button