ভোজপুরি সিনেমা জগতের সব থেকে জনপ্রিয় তারকাদের মধ্যে একজন হলেন পবন সিং। দুর্দান্ত অভিনয় দক্ষতার মাধ্যমে মানুষকে সিনেমা হলের দিকে টানতে পারেন এই অভিনেতা। তার সিনেমা আসা মাত্রই যেন ঝড় উঠে যায় উত্তর ভারতের বিভিন্ন সিনেমা হলে। ভোজপুরি জগতে পবন সিং এর প্রত্যেকটি সিনেমা ব্যাপকভাবে জনপ্রিয়। ইউটিউবেও তার সিনেমার ট্রেলার এবং গান বেশ জনপ্রিয়তা পেয়ে থাকে। তবে শুধুমাত্র নতুন গানই নয় অনেক পুরনো গানও ইউটিউবে থাকে ট্রেন্ডিং। বলতে গেলে ভোজপুরি সিনেমার জগতে পবন সিং এর কোন বিকল্প নেই।
পবন সিং এর প্রতিটি গান এবং সিনেমা ভোজপুরি সিনেমার ভক্তদের মধ্যে ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছে। শুধুমাত্র নতুন গানের ভিডিও ভাইরাল হচ্ছে বললে কথাটা ভুল হবে কারণ বেশ কিছু পুরনো এমন গান রয়েছে যেগুলি এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ার জগতে হচ্ছে জনপ্রিয়। এখনো পর্যন্ত সেগুলি সোশ্যাল মিডিয়াতে রয়েছে ট্রেন্ডিং। তার মতো তারকা বলতে গেলে খুব কমই পেয়েছে ভোজপুরি জগত। তার প্রতিটি গান সুপার ডুপার হিট হয়ে থাকে ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া স্ট্রিমিং প্লাটফর্মে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসম্প্রতি তার এবং ভোজপুরি জগতের আরো এক জনপ্রিয় অভিনেত্রী কাজল রাঘবানির একটি গানের ভিডিও সোশ্যাল মিডিয়াতে হয়েছে ব্যাপক জনপ্রিয়। এই ভিডিওতে দেখা যাচ্ছে খোলা মাঠের মধ্যেই পবন সিং এবং কাজল রাঘবানী একে অপরের প্রেমে একেবারে মগ্ন হয়ে গিয়েছেন। খোলা মাঠে দুজনের রোমান্স করছেন এবং উদ্দাম নাচ করছেন। ভোজপুরি জগতের জনপ্রিয় গান গির গেইল ওয়াদানি গানের সাথে দুর্দান্ত নাচ করছেন দুজনে। এই গানটি গেয়েছেন পবন সিং এবং কল্পনা। ভোজপুরি ছবি প্রতিজ্ঞা ২ থেকে এই গানটি নেওয়া হয়েছে। খুব একটা নতুন সিনেমা এটা নয়। মোটামুটি বছর কয়েক আগে এই গান ও ছবিটি মুক্তি পেয়েছিল। তবে এখনো পর্যন্ত লক্ষাধিক মানুষ এই গানের ভিডিওটি দেখেছেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক ভিডিওটি