Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মোনালিসার ঘাম ঝরানো ফিগার দেখে কাবু পবন সিং, জুটির রোম্যান্স দেখলে ঘুম উড়বে (VIDEO)

ভোজপুরি ইন্ডাস্ট্রিতে মোনালিসা হলেন সেক্সিয়েস্ট অভিনেত্রী। তার চাবুক ফিগার আর গ্ল্যামারাস আবেদনে হুঁশ হারায় বহু ভক্ত। পাশাপাশি, ভোজপুরি দুনিয়ার সুপারস্টার পবন সিং এতটাই হ্যান্ডসাম ও রোম্যান্টিক যে তিনি পর্দায় এলে…

Avatar

ভোজপুরি ইন্ডাস্ট্রিতে মোনালিসা হলেন সেক্সিয়েস্ট অভিনেত্রী। তার চাবুক ফিগার আর গ্ল্যামারাস আবেদনে হুঁশ হারায় বহু ভক্ত। পাশাপাশি, ভোজপুরি দুনিয়ার সুপারস্টার পবন সিং এতটাই হ্যান্ডসাম ও রোম্যান্টিক যে তিনি পর্দায় এলে ভক্তরা সারপ্রাইজ হয়। সম্প্রতি, মোনালিসা ও পবন সিং ( Monalisa and Pawan Singh) এর একটি মিউজিক ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।পবন ও মোনালিসার ভাইরাল হওয়া ভিডিওটি এখন পর্যন্ত 3.3 কোটিরও বেশি বার দেখা হয়েছে এবং এটি 43K লাইকও পেয়েছে। ‘দেশ পরদেশ’ সিনেমার ‘ক্যাসে থামাই কালাইয়্যা পিয়া’ গানটি এতটাই জনপ্রিয় হয়েছে যে ভিডিওটি পুরনো হলেও মানুষ বারবার সেটি দেখছে।২০১৫ সালে ওয়েব মিউজিকের (Web Music) ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছিল। এই গানটি তখনও শ্রোতাদের অনেক ভালোবাসা পেয়েছিল। এখন আবার পবন সিং ও মোনালিসার এই গানটি ট্রেন্ডিংয়ে এসেছে। নেট জনতা ইউটিউবে পবন সিং ও মোনালিসার এই গানের জন্য বহুবার অনুসন্ধান করেছে, এবং ভোজপুরি মিউজিক অনুসন্ধানের পরিমাণ বাড়িয়েছে। ফলে, আজকাল ভোজপুরি মিউজিক ভিডিও বারবার ভাইরাল হচ্ছে।কেন মোনালিসা ও পবন সিং এর ‘ক্যাসে থামাই কালাইয়্যা পিয়া’ গানটি এতো ভাইরাল? প্রথমত গানটি অত্যন্ত চমৎকার, পাশাপাশি মোনালিসা এই গানের দৃশ্যে দুর্দান্ত পারফরম্যান্স দিয়েছেন। তার চাবুক ফিগার ও পবন সিং এর রোম্যান্স দেখে ভক্তরা পাগল। নেট জনতার অধিকাংশ এই জুটির রোম্যান্স উপভোগ করার জন্য বারবার ভিডিওটি চালিয়ে দেখছেন। চলুন দেখে নেওয়া যাক এই জুটির হট রোম্যান্স।
About Author