Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

খোলা পরিবেশে ভেজা শরীরে কাজলকে পেয়ে নিয়ন্ত্রণ হারালেন পবন সিং, অনুরাগীদের ঘুম উড়ল এই ভিডিও দেখে

ভোজপুরি সিনেমায় পবন সিং এর একটা আলাদা জনপ্রিয়তা রয়েছে। ভোজপুরি তারকাদের মধ্যে সবথেকে জনপ্রিয় তারকাদের তালিকায় অন্যতম জায়গা করে নিয়েছেন এই পবন সিং। বর্তমানে তার প্রতিটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক…

Avatar

ভোজপুরি সিনেমায় পবন সিং এর একটা আলাদা জনপ্রিয়তা রয়েছে। ভোজপুরি তারকাদের মধ্যে সবথেকে জনপ্রিয় তারকাদের তালিকায় অন্যতম জায়গা করে নিয়েছেন এই পবন সিং। বর্তমানে তার প্রতিটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক জনপ্রিয়তা পেয়ে থাকে। তার গান এবং ভিডিও কিন্তু ভোজপুরি ইন্ডাস্ট্রির জন্য একটা বড় প্লাস পয়েন্ট। তার গান এবং সিনেমার দৌলাতে ভোজপুরি ইন্ডাস্ট্রি এক ধাক্কায় অনেকটা এগিয়ে গিয়েছে। তার সঙ্গে অক্ষরা সিং এর কেমিস্ট্রি সব থেকে বেশি ভালো লাগলেও এখন তারা দুজনে কোন সিনেমাতে একসাথে অভিনয় করেন না। হয়তো তাদের দুজনের প্রেম পূর্ণতা পায়নি বলে তারা দুজনে একে অপরের থেকে অনেকটা আলাদা হয়ে গিয়েছেন। তবে এখন পবন সিং কিন্তু নিজের মতো ভালোভাবেই বদলি সিনেমা করে চলেছেন এবং সেগুলো আগের মতই হিট হচ্ছে।

জনপ্রিয় হল পবন সিং ও কাজল রাঘবানীর নতুন গান

ভোজপুরী সিনেমার জনপ্রিয় তারকা পবন সিং এবং কাজল রাঘবানির ‘Hamahu Khojile Jodidar’ গানটি ইউটিউবে ভাইরাল হয়েছে। মুক্তির মাত্র ১০ মাসে এই গানটি ৪ লাখেরও বেশি মানুষ দেখেছেন এবং প্রায় ৪১ হাজার মানুষ গানটি পছন্দ করেছেন। এই গানটিতে পবন সিং এবং প্রিয়াঙ্কা সিং কণ্ঠ দিয়েছেন। গানের ভিডিওতে দেখা যাচ্ছে, পবন এবং কাজল ভেজা অবস্থায় একে অপরের দিকে তাকিয়ে আছেন এবং তাদের মধ্যে প্রেমের আভাস স্পষ্ট। এরপর তারা খোলা জায়গায় অসাধারণভাবে নাচতে শুরু করেন। পবন সবুজ টি-শার্ট এবং কাজল শর্ট ড্রেস পরেছিলেন। গানের মাঝখানে তারা নীল পোশাক পরিধান করেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কোথায় দেখবেন এই গানটি?

DRJ Records Dhun নামক একটি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছে। এই জনপ্রিয় গানটি পবন সিং নিজেই তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছিলেন।

About Author