দীর্ঘ চারবছর পর বড়পর্দায় শাহরুখ খান। উচ্ছ্বাসে ভাসছে সমগ্র দর্শকমহল। পাশাপাশি আবেগের বাঁধ ভেঙেছে ভক্তদেরও। গত ২৫’শে জানুয়ারি দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেয়েছে কিং খানের ‘পাঠান’। বেশ কিছুদিন ধরেই ছবি নিয়ে ভক্তদের উন্মাদনার ঝলক নজরে এসেছে সকলের। ‘পাঠান’ মুক্তি পাওয়ার পর শুধুমাত্র ভারতে প্রথম দিনেই বক্সঅফিসে ৫৪ কোটির ব্যবসা করেছে। গোটা বিশ্বের নিরিখে সেটি অতিক্রম করতে চলেছে ১০০০ কোটির গণ্ডি। পাশাপাশি ভাঙতে চলেছে আমির খানের ছবির রেকর্ডও।
ইতিমধ্যেই ভারতব্যাপী ৩০০ কোটির গণ্ডি অতিক্রম করেছে ‘পাঠান’। বিশেষজ্ঞদের একাংশের মত, খুব শীঘ্রই শাহরুখ খানের ‘পাঠান’ অতিক্রম করতে পারে আমির খানের ‘দাঙ্গাল’ ছবির বক্সঅফিস রেকর্ড। ‘দাঙ্গাল’গোটা ভারতব্যাপী মোট আয় করেছিল ৩৮৭.৩৮ কোটি। তবে সেই পরিমাণ খুব শীঘ্রই অতিক্রম করতে পারে ‘পাঠান’ এমনটাই মনে করছেন একাংশ। ভারতের পাশাপাশি গোটা বিশ্ব কাঁপাচ্ছে এই ছবি। হাজার কোটি থেকে আর কিছুটাই দূরত্ব বজায় রেখেছে এটি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowউল্লেখ্য, ইতিমধ্যেই গোটা বিশ্বের বাজারে ‘পাঠান’ ৭০০ কোটি আয় করে ফেলেছে। ১০০০ কোটি থেকে আর ৩০০ কোটির দূরত্ব রয়েছে এই ছবির। তবে এই পরিমাণও খুব কম নয়। ৮ দিনের মধ্যেই ৭০০ কোটির ব্যবসা করেছে ‘পাঠান’। সেই পরিমাণের উপর ভিত্তি করেই আন্দাজ করা হচ্ছে খুব শীঘ্রই ১০০০ কোটির গণ্ডি পেরোবে এই ছবি।