Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাজারে পতঞ্জলির নতুন ইলেকট্রিক স্কুটার? খবরটি কতটা সঠিক? জানুন আসল সত্য

নতুন বৈদ্যুতিক স্কুটারের দাবি ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। শোনা যাচ্ছে, পতঞ্জলি সংস্থার সঙ্গে যুক্ত একটি ই-স্কুটার বাজারে আসছে, যার রেঞ্জ নাকি এক চার্জে ৪৪০ কিলোমিটার! তাও আবার মাত্র ১৪,০০০ টাকায়!…

Avatar

নতুন বৈদ্যুতিক স্কুটারের দাবি ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। শোনা যাচ্ছে, পতঞ্জলি সংস্থার সঙ্গে যুক্ত একটি ই-স্কুটার বাজারে আসছে, যার রেঞ্জ নাকি এক চার্জে ৪৪০ কিলোমিটার! তাও আবার মাত্র ১৪,০০০ টাকায়! তবে এই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ইন্ডাস্ট্রির বিশেষজ্ঞরা।

জানা গিয়েছে, এই স্কুটারটিতে থাকবে একটি detachable lithium-ion battery, যার চার্জ হতে সময় লাগবে আনুমানিক ৪ থেকে ৫ ঘণ্টা। গাড়ির সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ৬০ কিলোমিটার। ওজন হবে প্রায় ৭৫–৮০ কেজি। নিরাপত্তার জন্য সামনের ও পেছনের চাকার জন্য ব্যবহার করা হয়েছে drum brakes। পাওয়া যাবে চারটি রঙে—সাদা, নীল, ধূসর এবং কালো।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অত্যন্ত কম দামে এত বৈশিষ্ট্যযুক্ত একটি ই-স্কুটার বাজারে আনার কথা শুনে অনেকেই অবাক হয়েছেন। কারণ বর্তমান বাজারে এমন প্রযুক্তি এবং দীর্ঘ ব্যাটারি রেঞ্জের স্কুটারের দাম সাধারণত অনেক বেশি। ফলে প্রশ্ন উঠছে—এটা কি সত্যিই সম্ভব?

বিশেষজ্ঞদের মতে, এত বড় ব্যাটারির জন্য প্রচুর জায়গা এবং খরচ প্রয়োজন, যা এমন একটি হালকা ওজনের স্কুটারে এবং এত কম দামে বাস্তবায়ন করা কঠিন। তাছাড়া, এখনো পর্যন্ত পতঞ্জলি বা তাদের কোনও অনুমোদিত প্রতিনিধির পক্ষ থেকে এই বিষয়ে কোনও আসল তথ্য পাওয়া যায়নি।

এই পরিস্থিতিতে অনেকেই মনে করছেন, বিষয়টি হয়তো একটি ভুল তথ্য বা viral hoax হতে পারে। আবার কেউ কেউ মনে করছেন, হয়তো কোনও নতুন সংস্থা পতঞ্জলির নাম ব্যবহার করে প্রাথমিক প্রচার চালাচ্ছে। তবে যতক্ষণ না প্রকৃত ঘোষণা আসে, ততক্ষণ ব্যবহারকারীদের caution অবলম্বনের পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা।

সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ইতিমধ্যেই এই স্কুটার ঘিরে নানা চর্চা শুরু হয়েছে। অনেকেই আগ্রহ প্রকাশ করছেন কিনতে, আবার কেউ কেউ এর সত্যতা নিয়ে ডিবেট করছেন। প্রকৃত তথ্য জানতে হলে এখন শুধু অপেক্ষা করা ছাড়া আর উপায় নেই।

About Author