Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আগামী ১ জুলাই থেকে চলবে মেট্রো? কি জানাল মেট্রো কর্তৃপক্ষ? জানুন

রাজ্যে মেট্রো পরিষেবা চালু হবে তা নির্ধারণ করতে বৈঠক ডেকেছিলেন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন মেট্রোর তিন আধিকারিক। স্বরাষ্ট্র সচিবের সঙ্গে এই বৈঠকে মেট্রোর আধিকারিকরা জানান, সামাজিক…

Avatar

রাজ্যে মেট্রো পরিষেবা চালু হবে তা নির্ধারণ করতে বৈঠক ডেকেছিলেন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন মেট্রোর তিন আধিকারিক। স্বরাষ্ট্র সচিবের সঙ্গে এই বৈঠকে মেট্রোর আধিকারিকরা জানান, সামাজিক দূরত্ব বিধি মেনে মেট্রো চালানো সম্ভব নয়। তবে জুলাই থেকে রাজ্যে মেট্রো চলবে কি না, তা নির্ভর করছে রেলবোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের উপর। যাই হোক না কেন, এখনই যে রাজ্যে মেট্রো পরিষেবা শুরু হচ্ছে সে বিষয়ে নিশ্চিত সকলেই।

চলতি মাসের প্রথম থেকেই স্বাভাবিক হতে চলেছে গণপরিবহণ ব্যবস্থা। ট্রেন পরিষেবা বন্ধ থাকলেও ইতিমধ্যে চলতে শুরু করেছে বাস-ট্যাক্সি-ক্যাব। এর মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সম্ভব হলে দূরত্ব বিধি-সহ সমস্ত নিয়ম মেনে চালানো হতে পারে মেট্রো। সেক্ষেত্রে, জুলাই থেকেই শুরু করা হবে মেট্রো পরিষেবা। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সোমবার নবান্নে মেট্রোর ৩ আধিকারিকের সঙ্গে বৈঠকে বসেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সূত্রের খবর, সামাজির দূরত্ব বিধি মেনে মেট্রো চালানো যে কার্যত অসম্ভব, তা স্বরাষ্ট্র সচিবকে স্পষ্ট জানিয়ে দেন মেট্রোর প্রতিনিধিরা। এর ফলে, রাজ্যে এখনই মেট্রো পরিষেবা চালু হচ্ছে না বলেই মনে করা হচ্ছে। তবে, এ বিষয়ে মেট্রোর আধিকারিকরা রাজ্যকে রেলমন্ত্রকের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে। ফলে, রাজ্যে মেট্রোরেল পরিষেবা কবে চালু হচ্ছে সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

About Author